Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশকে হীরক রাজার দেশে পরিণত করেছে সরকার’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪০

ঝিনাইদহ: সরকার দেশকে ‘হীরক রাজার দেশে’ পরিণত করেছে অভিযোগ করে দলের নেতা-কর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে জেলার বাস টার্মিনাল প্রাঙ্গণে রোড মার্চপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ আহ্বান জানান।

মির্জা আব্বাস বলেন, ‘কারও রাজত্ব কায়েম করার জন্য বাংলাদেশ স্বাধীন হয় নাই। বাংলাদেশ স্বাধীন হয়েছে গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব, বাক-স্বাধীনতা, ভোট দেওয়ার অধিকার এসবের জন্য। কোনো রাজা-রানীর রাজত্বের জন্যে না। হীরক দেশে পরিণত করার জন্য না।’

তিনি বলেন, ‘দেশকে আজকে হীরক রাজার দেশের পরিণত করছে। কিন্তু ভাই, একটা কথা আছে হীরক রাজার সর্বশেষ পরিণতিটা কি? দড়ি ধরে মরো টান, রাজা হবে খান খান। এই দড়ি ধরে টান মারার সময় এসে গেছে। আপনারা ঐক্যবদ্ধ হোন, সংগঠিত হোন। আমরা দড়ি ধরে টান মারব। এই হীরক রাজা আর থাকবে না।’

দেশের অর্থনীতিকে দেউলিয়া করে দেওয়া হয়েছে মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, ‘একদিকে হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশকে দেউলিয়া বানিয়ে ফেলেছে এই সরকার। অন্যদিকে আমরা যারা প্রতিবাদ করি, তাদেরকে পুলিশ গ্রেফতার করে, বাঘের মু্খে দিয়ে দেয় আর বাঘ আমাদের খেয়ে ফেলে অর্থাৎ পুলিশ গ্রেফতার করে, কোর্টে পাঠায় আর কোর্ট আমাদেরকে জেল দিয়ে দেয়। একটা স্বাধীন দেশ এই অবস্থা আর চলতে পারে না।’

তিনি বলেন, ‘বাংলাদেশে ঋণ খেলাপী ছিল ২১ হাজার কোটি টাকা। আর আজকে ঋণ খেলাপী টাকার পরিমান এক‘শ ৯ হাজার কোটি টাকা। এই টাকা আপনার টাকা, আমার টাকা, আমাদের ট্যাক্সের টাকা, জনগণের টাকা। এই টাকা কোথায় গেল জনগণ জানতে চায়, এই টাকা গেল কোথায়. এই টাকা কে খেল? জনগণ জানতে চায়।’

বিজ্ঞাপন

সরকার পদত্যাগের ‘এক দফা’ দাবিতে বেলা ১১টা ৪৫ মিনিটে ঝিনাইদহ থেকে এই রোড মার্চ শুরু হয়। মাগুরা, যশোর হয়ে খুলনায় গিয়ে এই রোড মার্চ শেষ হবে।

ঝিনাইদহের জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সঞ্চালনার সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মেহেদি আহমেদ রুমি, কেন্দ্রীয় নেতা অনিন্দ্র ইসলাম অমিত, সোহরাব উদ্দিন, আজিজুল বারী হেলাল, রফিকুল ইসলাম বকুল, আসাদুজ্জামান আসাদ, জয়ন্ত কুমার কুন্ড যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানি, ছাত্র দলের সভাপতি রাশেদ ইকবাল খান প্র্রমুখ বক্তব্য দেন।

সারাবাংলা/এজেড/এনইউ

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর