‘বাংলাদেশ কান্নার দরিয়া হয়ে যাবে তবু আপনাদের ক্ষমা নাই’
২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৯:০৭
ঢাকা: বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কাঁদতে কাঁদতে বাংলাদেশ কান্নার দরিয়া হয়ে যাবে, তবু আপনাদের ক্ষমা নাই। আমরা পিতৃহত্যা-মাতৃহত্যার প্রতিশোধ নেব। বঙ্গবন্ধুকে হত্যা করেছেন, জাতীয় চার নেতাকে হত্যা করেছেন। খুনিদের বিচার করেননি, ক্ষমা করেছেন। আপনাদের ক্ষমা নেই।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগের আয়োজনে দক্ষিণ কেরানীগঞ্জে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জিনজিরা পুরাতন বাসস্ট্যান্ড রোডে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘কিছুদিন ধরে লক্ষ্য করে আসছি, বক্তৃতা করতে দাঁড়ালেই মির্জা ফখরুলের চোখে কেবল কান্না। কান্নায় বুক ভেসে যায়। কত মানুষকে কাঁদিয়েছেন আপনারা? সন্তান হারার মায়ের কত কান্না? স্বামী হারা নব বধূর ফরিয়াদ? আপনারা ক্ষমতায় থাকতে ভাইহারা বোনের কান্নায় বাংলার বাতাস ভারী হয়েছে। এখন নিজেরা কাঁদেন, আরও কান্না আছে। ফখরুল সাহেব- কাঁদতে কাঁদতে বাংলাদেশ কান্নার দরিয়া হয়ে যাবে, তবু আপনাদের ক্ষমা নাই।’
তিনি আরও বলেন, ‘পিতৃহত্যার প্রতিশোধ, মাতৃহত্যার প্রতিশোধ আমরা নেব। বঙ্গবন্ধুকে হত্যা করেছেন। জাতীয় চার নেতাকে হত্যা করেছেন। খুনিদের বিচার করেননি, ক্ষমা করেছেন। আপনাদের ক্ষমা নেই। বাংলাদেশের মানুষ বিএনপিকে ক্ষমা করবে না।’
ওবায়দুল কাদের বলেন, ‘একজন কাঁদে আর মির্জা আব্বাস ঝিনাইদহের রাস্তায় দাঁড়িয়ে কী বলে জানেন? মনে হচ্ছে, চাঁদ রাতের আনন্দ? কিছু লোকজন দেইখ্যা মির্জা আব্বাস আপ্লুত হইয়া চাঁদ রাত স্বপ্ন দেখতাছে। তার মানে ক্ষমতার ময়ূর সিংহাসন মনে মনে দেখতেছে। মির্জা আব্বাস যতই চাঁদ রাত দেখুন- এই স্বপ্ন ফাঁপানো রঙিন বেলুনের মতো অচিরেই চুপসে যাবে। ক্ষমতার মুখ আপনারা দেখবেন না।’
তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার জন্য কান্না। তিনি এত বছর জেলে; অথচ এখন দিয়েছে ৪৮ ঘণ্টার আল্টিমেটাল? এর আগে ৪৮ মিনিটও আপনারা দাঁড়াতে পারেননি আন্দোলনের জন্য। সেই খালেদা জিয়া শেখ হাসিনার দয়া-মহানুভবতায় বাসায় চিকিৎসা নিচ্ছেন। আমি শুধু বলতে চাই, বিএনপি খালেদা জিয়ার অসুস্থতার কথা যতটা বলেছে, তার চেয়ে বেশি রাজনীতি করেছে। সেটাই তাদের উদ্দেশ্য ছিল।’
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের সঞ্চালনায় সমাবেশে কেন্দ্রীয় নেতাদের মধ্যে বক্তব্য দেন- সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য নসরুল হামিদ, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানসহ জেলার নেতারা।
সারাবাংলা/এনআর/পিটিএম