Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকারের পতন না ঘটিয়ে রাজপথ ছাড়ব না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৩ ০০:১০

খুলনা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেকমন্ত্রী মির্জা আব্বাস বলেছেন, দেশের মানুষ অধিকার ফিরে পাওয়ার সংগ্রাম করছেন। এই সরকার কিছু মানুষকে হত্যা করতে পারবে, গুম-খুন গ্রেফতার করতে পারবে, কিন্তু গণতন্ত্রকামী মানুষের জোয়ার ঠেকাতে পারবে না। দেশবাসী আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাবে। সরকারে পতন না ঘটিয়ে রাজপথ ছাড়ব না।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০ টায় বিএনপির খুলনা বিভাগীয় রোড মার্চ সমাপনীতে খুলনার শিববাড়ি মোড়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মির্জা আব্বাস বলেন, ‘৪৮ ঘণ্টার সময় দিয়েছেন আমাদের মহাসচিব। এই সময়ের মধ্যে বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে না পাঠালে ভয়াবহ অবস্থা হবে। আগামী সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারে প্রশ্নে কোনো ছাড় দেওয়া যাবে না। জনগণ ভোটাধিকার ফেরত চায়। এই দেশের মানুষ বর্তমান সরকারের অনেক নির্যাতন সহ্য করেছে। আর না। এবার জনগণ ঘুরে দাঁড়িয়েছে। এবার তারা গণতন্ত্র মুক্ত করে ঘরে ফিরবে।’

বিশেষ অতিথির বক্তৃতায় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ঝিনাইদহ থেকে খুলনা পর্যন্ত শিশু-কিশোর-বৃদ্ধ সকলের মুখে একটাই কথা- শেখ হাসিনার পতন। খুলনা বাগেরহাট ও সাতক্ষীরায় আজকের সমাবেশে আসার সময় নেতাকর্মীদের উপরে হামলা হয়েছে। প্রশাসন দেশের মানুষের সেবক, শাসক নয়। একবার ভাবুন দেশটা আমাদের সকলের। আমাদেরই এই দেশকে বাঁচাতে হবে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।’

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যাান তারেক রহমান গত ২২ আগস্ট যে চূড়ান্ত আন্দোলন ঘোষণা করেছেন সেই আন্দোলনের মাধ্যেমে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে হবে। এর পর জাতীয় সরকার ও স্বাধীন নির্বাচন কমিশন গঠন করে দেশে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরবেন।’

বিজ্ঞাপন

এর আগে, রাত ৯টার দিকে খুলনা শিববাড়ী মোড়ে পাবলিক হল চত্বরে এসে পৌঁছায় রোড মার্চ। দুপুর থেকে সমাবেশস্থলে বিপুল সংখ্যক নেতাকর্মী এসে উপস্থিত হয়। পশ্চিমে সোনাডাঙ্গা বাস টার্মিনাল, উত্তরে নিউমার্কেট ও দক্ষিণে তেতুল তলা মোড় পর্যন্ত নেতাকর্মীরা অবস্থান নেয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির খুলনা বিভাগীয় রোড মার্চ শুরু হয় সকাল ১০টায় ঝিনাইদহ থেকে। এর পর মাগুরা, যশোর, নওয়াপাড়া, খুলনার ফুলতলা ও দৌলতপুর হয়ে নগরীর শিববাড়ী মোড়ে পাবলিক হল চত্বরে পৌঁছায়।

সারাবাংলা/পিটিএম

গয়েশ্বর চন্দ্র রায় মির্জা আব্বাস সরকারের পতন

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর