দিনাজপুর: দিনাজপুরের হিলিতে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য করে ফিরোজ খান (৪০) নামের এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে হাকিমপুর উপজেলার পানহাটি এলাকার বাড়ি থেকে গলায় দড়ি দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করে হাকিমপুর থানা পুলিশ।
মৃত ফিরোজ খান চুয়াডাঙ্গা জেলা শামসুল হকের ছেলে। তিনি হিলিতে বিথি নামের এক মেয়েকে বিয়ে করেন। এরপর থেকে স্বামী-স্ত্রী একসঙ্গে বসবাস করে আসছিলেন।
হাকিমপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম বলেন, মৃত ফিরোজ ও তার স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকত। এরই ধারাবাহিকতায় আজ এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। নিহতের পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়েছে তারা আসলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।