Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ডেঙ্গুতে কিশোরের মৃত্যু, আক্রান্ত ১২৪

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৭:১৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৮ বছর বয়সী এক কিশোরের মৃত্যুর তথ্য দিয়েছে সিভিল সার্জনের কার্যালয়। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৭৩ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১২৪ জন চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২৭ সেপ্টেম্বর ) বিকেলে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১০৬ জন সরকারি ও ১৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

এদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয় জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ (বিআইটিআইডি) হাসপাতালে ১০ জন, বিভাগীয় পুলিশ হাসপাতালে সাত জন, সম্মিলিত সামরিক হাসপাতালে চার জন জেনারেল হাসপাতালে ১৫ জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৬১ জন ভর্তি হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাউজান উপজেলা থেকে গত রোববার (২৪ সেপ্টেম্বর) চিকিৎসার জন্য নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে নেয়া সরিফুদ্দিন চৌধুরী (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গত সোমবার (২৬ সেপ্টেম্বর) মৃত্যুর কারণ হিসেবে ‘এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম’ উল্লেখ আছে।

চলতি বছর চট্টগ্রামে মোট নয় হাজার ২৯৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৮২ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আট হাজার ৯১৩ জন সুস্থ হয়ে ফিরে গেছেন।

চলতি সেপ্টেম্বরের গত ২৬ দিনে তিন হাজার ৫০৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে, আগস্টে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, তিন হাজার ১১ জন। এছাড়া জানুয়ারিতে ৭৭ জন, ফেব্রুয়ারিতে ২২ জন, মার্চে ১২ জন, এপ্রিলে ১৮ জন, মে মাসে ৫৩ জন, জুনে ২৮৩ জন এবং জুলাইয়ে দুই হাজার ৩১১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

চলতি সেপ্টেম্বরের গত ২৬ দিনে ২০ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে মারা গেছে ৭৩ জন। এদের মধ্যে ২৩ জন পুরুষ, ২৫ জন নারী এবং শিশু-কিশোর মিলিয়ে ২৫ জন।

২০২০ সালে চট্টগ্রামে ১৭ জন, ২০২১ সালে ২৭১ জন এবং ২০২২ সালে পাঁচ হাজার ৪৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। ২০২২ সালে ৪১ জন এবং ২০২১ সালে পাঁচ জন মারা গিয়েছিল।

সারাবাংলা/আইসি/এনইউ

আক্রান্ত চট্টগ্রাম ডেঙ্গু মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর