ভিসানীতি আমেরিকার নিজস্ব ব্যাপার: স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪৮
নওগাঁ: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ভিসানীতি আমেরিকার নিজস্ব ব্যাপার। আইনশৃঙ্খলা বাহিনী তাদের কার্যক্রম স্বাভাবিকভাবেই চালাবে। আমাদের যেসব কর্মকাণ্ড সেগুলো স্বাভাবিকভাবে চলছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর নিয়ামতপুরে নবনির্মিত শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্র ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আমেরিকার ভিসা নীতির প্রভাব সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘তাদের দেশের ভিসানীতি আমাদের এখানে কেন প্রভাব ফেলবে? তারা কাকে যেতে দেবে, কাকে দেবে না- এটা তাদের ব্যাপার। আগেও তো ভিসা চাইলেই সবাইকে যেতে দিত না। এটা তো সে রকমই। তারা অন্য কিছু বলেনি। বলেনি তো অমুক দল, অমুক সংগঠনকে যেতে দেবে না। কাজেই এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’
তিনি আরও বলেন, ‘তারা কাকে যেতে দেবে, না যেতে দেবে এটা সবসময় তারা নিয়ন্ত্রণ করে। এখন হয়তো আরেকটু বেশি নিয়ন্ত্রণ করবে। সেটা নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর গত শুক্রবার বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারী ব্যক্তিদের ভিসা প্রদানে বিধি-নিষেধ আরোপের পদক্ষেপ নেওয়া শুরু করার ঘোষণা দেয়। এ নিয়ে কয়েকদিন ধরেই দেশে নানা আলোচনা চলছে।’
এ সময় খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমজদার, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, জেলা প্রশসাক গোলাম মওলা, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক উপস্থিত ছিলেন।
সারাবাংলা/পিটিএম