শেখ হাসিনাকে ফের প্রধানমন্ত্রী করার অঙ্গীকার আ. লীগ নেতাদের
২৭ সেপ্টেম্বর ২০২৩ ২০:৫৬
ঢাকা: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটযুদ্ধে ফের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে ক্ষমতাসীন দলটির নেতারা। নেতারা বলেন, ‘আওয়ামী লীগ কারও হুমকি-ধামকিতে ভয় পায় না। আগামী নির্বাচন অবধি রাজপথে আমাদের বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যে বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।’
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে মিরপুর-১০ নম্বরের ফলপট্টিতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে উন্নয়ন ও শান্তি সমাবেশে নেতারা এমন অঙ্গীকার ব্যক্ত করেন। দুপুর থেকেই নেতাকর্মীরা ‘শেখ হাসিনার সরকার, বার বার দরকার’ স্লোগানে ব্যানার-ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশশে যোগ দেন।
সমাবেশ থেকে বিএনপি-জামায়াতের নৈরাজ্য বন্ধের আহ্বান জানিয়ে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের রাজপথে সজাগ থাকারও আহ্বান জানান নেতারা।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান বলেন, ‘জনগণ শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছে। আমরা ফের শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে যাওয়ার পর রাজপথ ছাড়বো। এখন থেকে আমাদের প্রস্তুত থাকতে হবে, সতর্ক থাকতে হবে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে।’
সভাপতিমণ্ডলীর আরেক সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান বলেন, ‘বিএনপিনেতারা আবোল-তাবোল বলছেন। বিএনপি-জামায়াত যখন ক্ষমতায় ছিল যখন দেশে জঙ্গিবাদ কায়েম করেছিল। দেশে ১৫ বছরে ব্যাপক উন্নতি হয়েছে। সেই কারণে আগামী নির্বাচনে মানুষ নৌকা মার্কাকে ভোট দেবে। আমেরিকা কি বলল তাতে কিছু যায় আসে না। তাদের ভিসা নীতি আছে, আমাদেরও আছে।’
বিএনপি বিশৃঙ্খলা করলে শিক্ষা দেওয়া হবে জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘ওরা আমাদের ঘোরাও করার কথা বললে, বিশৃঙ্খলা সৃষ্টি করলে জবাব দেওয়া হবে। আমরাও বিএনপিকে ঘেরাও দিয়ে শিক্ষা দেবো।’
বিএনপি শুধু আওয়াজ করে দাবি করে তিনি বলেন, ‘যেই কুকুর লেজ গুটিয়ে ফেলে, সেই কুকুরের আওয়াজ বেশি। বিএনপির আওয়াজ, খালি কলসি বেশি বাজার মতো।’
আমেরিকার ভিসা নীতি বিষয়ে তিনি বলেন, ‘যারা নির্বাচন বানচাল করবে তাদের জন্য ভিসা নীতি। আওয়ামী লীগ ভিসা নীতি নিয়ে মাথা ঘামায় না। ভিসা নীতি বিচ্ছিন্ন বিষয়, আমেরিকার সঙ্গে সরকারের সম্পর্ক ঘনিষ্ঠ।’
মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন, সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীরবিক্রম), শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, দফতর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পীসহ অনেকে।
সারাবাংলা/এনআর/এমও