মির্জা ফখরুলকে পদত্যাগের আহ্বান ওবায়দুল কাদেরের
২৭ সেপ্টেম্বর ২০২৩ ২২:৩৩
গাজীপুর: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ইদানিং সভায় দাঁড়িয়েই মির্জা ফখরুল কান্না শুরু করে দেন। এত কান্না এতদিন কোথায় ছিল। মির্জা ফখরুল একজন ব্যর্থ সাধারণ সম্পাদক, এটা তার হতাশার কান্না। তারা খালেদা জিয়ার জন্য ৪৮ মিনিটের একটি আন্দোলনও করতে পারেনি। তাই মির্জা ফখরুলকে পদত্যাগের আহ্বান জানাই।’
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর মহানগর আওয়ামী লীগের আয়োজনে টঙ্গীতে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার কলেজগেইট এলাকায় টঙ্গী সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘৩৬ দিনের আল্টিমেটাম দিয়েছি বিএনপিকে। এই ৩৬ দিন বিএনপিকে দাঁড়াতে দেব না। সব জায়গা বঙ্গবন্ধুর সৈনিকদের দখলে থাকবে, শেখ হাসিনার কর্মীদের দখলে থাকবে। শেখ হাসিনাই ক্ষমতায় থাকবে।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘আপনার এখন তলে তলে যুক্তি করছেন ঢাকা দখল করবেন। আমরা অপেক্ষা করছি ঢাকা দখল কে করে, কেমনে করে, দেখাইয়া দেব? শেখ হাসিনার ম্যাজিক দেখাইয়া দেব, একটু অপেক্ষা করেন। শেখ হাসিনার ম্যাজিক উন্নয়নের ম্যাজিক, শেখ হাসিনার ম্যাজিক মুক্তিযুদ্ধের ম্যাজিক। শেখ হাসিনার ম্যাজিক জাতীয় পতাকার ম্যাজিক, হাসিনার ম্যাজিকের জয় হবে।’
দেশের মানুষকে অপেক্ষা করার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘একটু অপেক্ষা করুন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও কমে আসবে। এ সংকট বড় বড় দলের তৈরি করা, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাব।’
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আজমত উল্লাহ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডলের সঞ্চালনায় কেন্দ্রীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, সিমিন হোসেন রিমি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস. এম কামাল হোসেন, মির্জা আজমসহ অনেকে।
সারাবাংলা/এমও