Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

লোকাল করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৩ ১১:০০

হিলি (দিনাজপুর): পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রফতানিসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ সরকারি ছুটি হওয়ায় সকাল থেকে এই বন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় দুইদিন পর আগামী শনিবার থেকে এই বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশরাফ বলেন, সরকারি ছুটির কারণে বন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

সারাবাংলা/এসআর/এনএস

হিলি স্থলবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর