চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত মেহেদী হাসান রিয়াদ (২০) ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এনামুল হকের ছেলে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাতে পূর্বাঞ্চল রেললাইনের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ সীতাকুন্ড ফাঁড়ির ইনচার্জ আমজাদ হোসেন সারাবাংলাকে বলেন, ‘রেললাইন পার হতে গিয়ে অসাবধানবশত চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মেহেদী নামের এক কিশোরের মৃত্যু হয়। আমরা খবর পেয়ে যাওয়ার আগেই তার লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে আমরা লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করি।’