‘রূপকল্প-২০৪১ বাস্তবায়নে শিক্ষা আমাদের প্রধান খাত’
২৯ সেপ্টেম্বর ২০২৩ ২০:০০
চট্টগ্রাম ব্যুরো: রূপকল্প-২০৪১ বাস্তবায়নে শিক্ষাকে প্রধান খাত হিসেবে ধরে সরকার এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে নগরীর রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের নতুন অবকাঠামো নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপমন্ত্রী একথা বলেন। একইদিনে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় আগামী প্রজন্মকে প্রস্তুত করতে হবে। এজন্য শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী। রূপকল্প-২০৪১ বাস্তবায়নে শিক্ষাকে প্রধান খাত ধরে এগিয়ে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন যেমন হচ্ছে, শিক্ষার মানের ক্ষেত্রেও উন্নয়ন হয়েছে।’
‘নির্মাণ সামগ্রীর মূল্য বেড়ে যাওয়ায় নির্মাণকাজে কিছুটা ধীরগতি এসেছিল, কিন্তু এখন তা সমন্বয় করে নেওয়া হয়েছে। দ্রুতসময়ের মধ্যে সব ভবনের নির্মাণ কাজ শেষ হবে। বৈশ্বিক সংকটের মধ্যেও শিক্ষার্থীরা যাতে বছরের প্রথমদিনেই বই হাতে পায়, সেজন্য প্রধানমন্ত্রী নির্দেশে কার্যক্রম অব্যাহত আছে। একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারণে আজ প্রত্যন্ত অঞ্চলেও মানুষও শিক্ষা গ্রহণ করার সুযোগ এবং সুফল পাচ্ছে।’
অনুষ্ঠানে চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘আগামীর প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করার উদ্যোগ নিয়েছে সরকার। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণে মনোযোগ দিয়েছে সরকার। চট্টগ্রাম সিটি করপোরেশন ৮৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ৬৫ হাজার শিক্ষার্থীর মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে। মেয়র হিসেবে শিক্ষাখাতে অর্থ বরাদ্দকে ব্যয় নয় বরং বিনিয়োগ মনে করি। কারণ আগামী প্রজন্ম শিক্ষিত ও দক্ষ হয়ে উঠলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে জাতি অগ্রসর হবে।’
পরে মেয়র ও উপমন্ত্রী আরও ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন। শিক্ষা প্রকৌশল অধিদফতর ১৪ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে চসিকের সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো উন্নয়ন করছে। প্রতিষ্ঠানগুলো হলো- অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, কৃষ্ণকুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, পাথরঘাটা মেনকা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, চরচাকতাই সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, লামাবাজার এ এ এস সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়, বলুয়ার দিঘী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়।
ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় মেয়র ও উপমন্ত্রীর সঙ্গে আরও ছিলেন, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর হাসান মাহমুদ হাসনী, উপ-দফতর সম্পাদক কাউন্সিলর জহরলাল হাজারী, দেওয়ানবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পেয়ার মোহাম্মদ এনায়েত বাজার ওয়ার্ডের সাধারণ সম্পাদক কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, শিক্ষা প্রকৌশল অধিদফতরের বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী জালাল উদ্দিন, চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার সরকার, কাউন্সিলর নুরুল আলম মিয়া, রুমকি সেনগুপ্ত, শাহীন আক্তার রোজী, যুবনেতা রিটু দাশ বাবলু ও শিবু প্রসাদ চৌধুরী।
সারাবাংলা/আরডি/এনএস