‘বাঁশখালীকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব’
২৯ সেপ্টেম্বর ২০২৩ ২২:৩৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালীকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -১৬ আসনে আওয়ামী লীগের মনোনোয়ন চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ডা. আলমগীর চৌধুরী।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এফ রহমান হলে এই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে আলমগীর চৌধুরী বলেন, ‘বাঙালি জাতির ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে বাংলার গণমানুষের প্রাণ স্পন্দন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শত প্রতিকুলতা-প্রতিবন্ধকতা, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ষড়যন্ত্র সাহসিকতার সঙ্গে মোকাবিলা করে বাংলাদেশকে বিশ্ব দরবারে অধিষ্ঠিত করেছেন। তার সেই ভিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাঁশখালীর উন্নয়নে আমি অংশগ্রহণ করতে চাই।’
তিনি আরও বলেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনোয়ন দেন তাহলে বাঁশখালী উপজেলার সমস্যা সমাধানে ও উন্নয়ন নিয়ে আমি কাজ করব। বাঁশখালীকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেব। এখানে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করে। সেই সম্প্রীতি বজায় রাখা অনেক গুরুত্বপুর্ন। এছাড়া এই এলাকার জনগণকে শতভাগ শিক্ষিত জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আলমগীর চৌধুরী বলেন, ‘বর্তমান যিনি সংসদ সদস্য আছেন তার সাথে আমার খুব ভালো সম্পর্ক। প্রায়ই তার সঙ্গে আমার কথা হয়। সময় সল্পতার কারণে অনেকের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তাই অনেকেই আসতে পারেননি। আমি ঢাকায় থাকলেও গত এক বছর ধরে আমি বাঁশখালীতে যাওয়া আসা করি। রোগী দেখি। জনগণের সাথে সম্পৃক্ত আছি। সেটা আরও বাড়াব। মনোনয়ন না পেলেও বাঁশখালীর উন্নয়নে আমি কাজ করে যাব।’
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রাম সভাপতি ডা. মুজিবুল হক বলেন, ‘আগামী নির্বাচন আমাদের সবার জন্য অনেক গুরুত্বপূর্ন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছি। তিনি না থাকলে এই দেশ কখনও স্বাধীন হতো না। কিছু বিপথগামী সেনা সদস্যদের হাতে তার মৃত্যুর মধ্য দিয়ে আমরা অনেক পিছিয়ে গিয়েছি।’
‘আলমগীর চৌধুরী শিক্ষা জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শে দীক্ষিত। আমরা যখন ছাত্রলীগ করেছি তখন বঙ্গবন্ধু, ছাত্রলীগ বা আওয়ামী লীগের নাম মুখে নেওয়া যেত না। আজ এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে তিনি বাঁশখালীর জনগণের জন্য একটি মেসেজ দিতে চাচ্ছেন। উনার চাওয়া পাওয়ার কিছু নেই। উনি সবসময় জনগণের সেবায় নিয়োজিত।’
সংবাদ সম্মেলনে তাঁতীলীগ চট্টগ্রাম নগর শাখার সভাপতি নুরুল আমিন মানিক, সহ-সভাপতি আহসানুল কবির চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মোজাহারুল ইসলাম সোহেল ও শহিদ উদ্দিন উপস্থিত ছিলেন।
সারাবাংলা/আইসি/একে