Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সালিশি বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, গ্রেফতার ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৩ ১১:৩২

দিনাজপুর: জেলার বিরামপুর উপজেলায় পারিবারিক সালিশে ছুরিকাঘাতে ওয়াসিম আলী (৩৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও দুইজন। এ ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, গতকাল শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার খানপুর ইউনিয়নের খোসালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত ওয়াসিম খানপুর এলাকার ওয়াজেদ আলীর ছেলে। আর আহতরা হলেন— একই গ্রামের দেলোয়ার হোসেন (৩২) ও দবিরুল ইসলাম (৩৬)।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ফাহমিদা আক্তার বলেন, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ছুরিকাঘাতে আহত অবস্থায় তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এদের মধ্যে একজন হাসপাতালে আসার আগেই মারা গেছেন। বাকি দুইজন চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ওসি সুব্রত কুমার বলেন, গতকাল রাত সাড়ে ৯টায় বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের খোসালপুর গ্রামের পারিবারিক সালিশে বসে দুই পক্ষ। এসময় দুই পক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে হাতাহাতি শুরু হয়। পরে ঘটনাস্থলে একজনকে ছুরিকাঘাত করে আহত করা হয়। পরে ওয়াসিমকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এ বিষয়ে বিরামপুর থানায় একটি মামলা দায়ের করেছেন নিহতের বাবা। এ ঘটনায় রাতেই সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এসআর/এনএস

দিনাজপুর বিরামপুর উপজেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর