জাতীয় কন্যা শিশু দিবসে রাঙ্গামাটিতে পথনাটক-র্যালি
৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৭:১৩
রাঙ্গামাটি: জাতীয় কন্যা শিশু দিবস রাঙ্গামাটির কুতুকছড়িতে পথনাটক ও র্যালি করেছে হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ। শনিবার (৩০ সেপ্টেম্বর) পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ সমর্থিত এই দুই নারী সংগঠনের উদ্যোগে র্যালি পরবর্তী এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশের কন্যা শিশু ও নারীদের সুরক্ষা, নিরাপত্তা ও নির্বিঘ্নে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা।
নীতি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের কন্যা শিশু-নারীদের কোনো নিরাপত্তা নেই।’
‘আসুন, কন্যা শিশু তথা নারীর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হই’ এই স্লোগানে সকাল ১১টায় রাঙ্গামাটি সদর উপজেলার কুতুকছড়ি বড় মহাপুরুষ উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও রাণী কালিন্দীর সাহসিকতা ও সুশাসন নিয়ে পথ নাটকের আয়োজন করা হয়। এতে কয়েক শ’ কন্যা শিশু ও নারী অংশ নেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সহ-সভাপতি রিনিসা চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা ও সাধারণ সম্পাদক রিতা চাকমা।
সমাবেশ শেষে ‘দালাল, প্রতিক্রিয়াশীল’দের কুশপুত্তলিকা দাহ করার মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত করা হয়।
সারাবাংলা/এমও