Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ অক্টোবর প্রবীণ দিবস, পালন হবে নানা আয়োজনে

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৩ ২০:১৮

ঢাকা: আগামীকাল রোববার (১ অক্টোবর) ৩৩তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। বরাবরের মতো এবারও নানা আয়োজনে দিবসটি পালন করবে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় অধীন সমাজসেবা অধিদফতর দিবসটি উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা, জাতীয় পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, মোবাইল অপারেটরদের মাধ্যমে ক্ষুদেবার্তা পাঠানো, ইলেক্ট্রনিক মিডিয়ায় স্ক্রল প্রচার, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রবীণ দিবস উপলক্ষ্যে আগারগাঁওয়ে সমাজসেবা অধিদফতর মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু ও সমাজকল্যাণ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিরসভাপতি রাশেদ খান মেনন।

এতে বিশেষ অতিথি ও মূলপ্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, বিশিষ্ট চিকিৎসক ডা. প্রাণ গোপাল দত্ত। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা স্কুল অব ইকোনোমিক্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান আহমদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম।

সারাবাংলা/জেআর/এমও

১ অক্টোবর টপ নিউজ প্রবীণ দিবস


বিজ্ঞাপন
সর্বশেষ

ভূতের গলির বাসায় মিলল বৃদ্ধের মরদেহ
৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:০০

সম্পর্কিত খবর