Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চোরাই বিদ্যুতে ৪ মৃত্যু, শিশু হোসাইনের দায়িত্ব নেবে ডেসকো

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৩ ২১:০৭

ঢাকা: চোরালাইনের বিদ্যুৎসংযোগ থেকে বিদ্যুতায়িত হয়ে মিরপুরে চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) তদন্তে উঠে এসেছে। সংস্থাটির প্রতিবেদন বলছে, অবৈধভাবে নেওয়া বিদ্যুৎ সংযোগের দুর্বল পয়েন্ট থেকে জমে থাকা পানিতে বিদ্যুতায়িত হয়ে মিরপুরে চার জন নিহত হয়েছে। ওই দুর্ঘটনার জন্য চোরালাইন দায়ী উল্লেখ করে সংস্থাটির তদন্ত প্রতিবেদনে দায়ীদের শাস্তির সুপারিশ করা হয়েছে।

এদিকে, চোরালাইনের সংযোগে জড়িত তিন জনকে শনাক্ত করা হয়েছে জানিয়ে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কাওসার আমীর আলী জানিয়েছেন দোষীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি বেঁচে যাওয়া শিশু হোসাইনের দায়িত্ব নেওয়ার কথাও জানিয়েছে ডেসকো।

ডেসকোর প্রতিবেদন অনুযায়ী, মিরপুরের ঝিলপাড় বস্তি এলাকায় তিনটি চোরাইলাইন নেওয়া হয়েছিল। যার ভোক্তার সংখ্যা ৪০০ থেকে ৪৫০ জন। তবে সেখানে ৪০টির মতো বৈধ ডেসকোর মিটারও ছিল। সেখানে চোরাইলাইন যারা নিয়েছেন তাদের তিন জনকে শনাক্ত করা হয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

এ প্রসঙ্গে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কাওসার আমীর আলী সারাবাংলাকে বলেন, ‘একটা চোরাইলাইন থেকে ঘটনার সূত্রপাত। ওই বস্তির যে লাইন দেওয়া হয়েছে তা কিন্তু অনেক দূর থেকে এনে দেওয়া। ওখানে যে লাইনটি আছে সেটা ১১ কেভির। গ্রাহকদের কয়েকজন বস্তির দেয়ালের ওপর দিয়ে, ড্রেনের মধ্য দিয়ে, ছাঁদের ওপর দিয়ে বিভিন্নভাবে একটা লাইন নিয়ে আসছে। ওইদিন প্রচুর বৃষ্টিতে পানি জমে ওদের তারটা ডুবে যায় বা সংযোগ খুলে যায়। ফলে পানি বিদ্যুতায়িত হয়ে মানুষ চলাচলের সময় শক লেগে মৃত্যুর ঘটনা ঘটে।’

চোরাইলাইন যারা নিয়েছে তাদের শনাক্ত করতে পেরেছেন কি? এমন প্রশ্নের জবাবে ডেসকোর এমডি বলেন, ‘সমস্যাটা হলো আমরা যখন তদন্ত করি তখন এদের বিষয়ে ভয়ে কেউ মুখ খুলতে চায় না, স্বাক্ষ্য দিতে চায় না। আর তাদের একজনের একাধিক নাম। এটা আমাদের জন্য একটা সমস্যা। আমরা প্রাথমিকভাবে তিন জনকে শনাক্ত করেছি এবং তা পুলিশকে জানিয়েছি।’

তিনি আর‘ বলেন, ‘যদি ডেসকোর কোনো কর্মীর এই চোরাইলাইন দেওয়ার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ যারা চোরাইলাইন নিয়েছে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।’

রাজধানীতে প্রচুর অবৈধ বিদ্যুতের সংযোগ সচল বলে অভিযোগ রয়েছে। এরকমের অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চোরাই সংযোগ বিচ্ছিন্নের অভিযান কিন্তু আমাদের সবসময় চলে। প্রতি রাতেই প্রচুর অবৈধ লাইন বিচ্ছিন্ন করা হয়। কিন্তু কে বা কারা চোরাইলাইন নিচ্ছেন তা এলাকাবাসী বলেন না। যেখানে অবৈধ লাইন সচল পাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। যেদিন দুর্ঘটনা ঘটেছে সেদিনও আমরা সেখানে কাজ করেছি।’

এদিকে, মিরপুরে ওই দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশু হোসাইনের দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক। তিনি বলেন, ‘আমরা আমাদের অবস্থান থেকে একটা ডিপোজিট রাখতে চাই। ছেলেটাকে যে এখন মানুষ করবে সেই ওই ডিপোজিট থেকে সুবিধাটা পাবেন। ছেলেটা বড় হলে ওই ডিপোজিট ব্যবহার করতে পারবে। এই উদ্যোগ আমরা নেব। যদিও অফিসিয়ালি এখনো নিইনি।’

এদিকে, আরও ১৫ কার্যদিবস সময় চেয়েছে তদন্ত কমিটি। তদন্ত কমিটির প্রধান এসঅ্যান্ডডি অপারেশন (রূপনগর সার্কেল) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শওকত আলী বলেন, ‘আমরা দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। ড্রেনে দুটি অবৈধ লাইন পাওয়া গেছে। আরও একটি অবৈধ পাওয়া গেছে। সেগুলো বিচ্ছিন্ন করা হয়েছে। এগুলো খুঁজতে গিয়ে চারপাশে আরও চোরাই লাইনের সন্ধান পাওয়া গেছে। এসব লাইন যারা নিয়েছে তাদের শনাক্ত করা হচ্ছে। আমরা সুষ্ঠু তদন্তের জন্য আরও ১৫ কার্যদিবস সময় চেয়েছি।’ তদন্ত কাজ শেষ হলে প্রতিবেদন দাখিল করবেন বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর রাতে প্রবল বৃষ্টিতে মিরপুর মডেল থানার সিরাজিয়া ইসলামিয়া মাদরাসা হাজী রোড ঝিলপাড় বস্তির বিপরীত পাশের রাস্তায় জলাবদ্ধতা তৈরি হলে ওই সড়কে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান একই পরিবারের তিনজনসহ মোট চারজন। অলৌকিকভাবে বেঁচে যায় একটি শিশু। বেঁচে যাওয়া শিশুটির বাবা-মা মিজান-মুক্তা। এই শিশু হোসাইনকে বাঁচাতে গিয়েই মূলত মারা যান অটোরিকশাচালক অনিক। দুর্ঘটনার পর সমালোচনার মুখে সুষ্ঠু তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করে ডেসকো। তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলেছিল সংস্থাটি।

সারাবাংলা/জেআর/পিটিএম

৪ মৃত্যু চোরাই বিদ্যুৎ টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

‘আমাদের সেনাবাহিনী যেন তৈরি থাকে’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৯

আগস্টে কমেছে মূল্যস্ফীতি
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭

সম্পর্কিত খবর