Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে টিসিবি পণ্য বিক্রি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৩ ১৩:২৫

দিনাজপুর: দিনাজপুরের হিলিতে ফ্যামেলি কার্ডের মাধ্যমে কম দামে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (১ অক্টোবর) সকাল ১১টায় হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন পৌরমেয়র জামিল হোসেন চলন্ত। এ সময় সেখানে ট্যাগ অফিসার হিসেবে উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মাহেবুর রহমান ও টিসিবি ডিলার আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

এবার ৪৭০টাকা প্যাকেজ দামে ২ লিটার করে সয়াবিন তেল, ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল ৩০টাকা কেজি দরে ৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে। বাজার দামের চেয়ে কম দামে পণ্য পেয়ে খুব খুশি নিন্ম আয়ের মানুষ।

উপজেলায় ১০ হাজার ৫৭১ জন টিসিবির কার্ডধারী মানুষের মধ্যে কম দামে এই পণ্য বিক্রয় করা হচ্ছে।

সারাবাংলা/ইআ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর