Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তাল সাগরে ডুবন্ত জাহাজ থেকে ১৩ নাবিক উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৩ ১৬:২৬

চট্টগ্রাম ব্যুরো: আবহাওয়া অধিদফতরের সতর্ক সংকেত উপেক্ষা করে উত্তাল সাগরে গিয়ে ডুবতে থাকা এক জাহাজের ১৩ নাবিককে উদ্ধার করেছে কোস্টগার্ড।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে গভীর সাগর থেকে তাদের উদ্ধার করে চট্টগ্রাম ‍উপকূলে ফিরিয়ে আনে কোস্টগার্ডের ‘সবুজ বাংলা’ নামে একটি জাহাজ।

কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত উপেক্ষা করে শনিবার সকালে ৭৫০ মেট্রিক টন কয়লা নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে এমভি ‍হুমাইরা নামে একটি লাইটার জাহাজ। উত্তাল সাগরে ঢেউয়ের তোড়ে জাহাজের তলা ফুটো হয়ে পানি ঢুকতে থাকে। একপর্যায়ে জাহাজটি ডুবে যাবার উপক্রম হলে সেটিকে ভাসানচরে নিয়ে নোঙ্গর করা হয়।

নোঙ্গরের পর নাবিকরা ফোন করে কোস্টগার্ডের সহযোগিতা চান। এরপর কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ‘সবুজ বাংলা’ জাহাজের ১৩ জন নাবিককে জীবিত উদ্ধার করেন। এসময় জাহাজটি প্রায় ডুবন্ত অবস্থায় ছিল বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সারাবাংলা/আরডি/এমও

আবহাওয়া অধিদফতর উত্তাল সাগর নাবিক উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর