Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকার সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে’

স্টাফ করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৩ ২১:৩৮

ঢাকা: সরকার সংবিধান অনুযায়ী দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জাপানের রাষ্ট্রদূতকে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (১ অক্টোবর) সচিবালয়ে তার নিজ দফতরে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরি’র সঙ্গে সৌজন্যে সাক্ষাতে তিনি এ কথা বলেন।

জাপানের রাষ্ট্রদূতকে ওবায়দুল কাদের জানান, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার প্রণয়ন কমিটির প্রথম বৈঠক ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে।

সাক্ষাৎকালে বাংলাদেশে জাপানের সহায়তায় চলমান প্রকল্পের অগ্রগতিসহ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও কীভাবে জোরদার করা যায় সে বিষয়েও আলোচনা হয়েছে। [সূত্র: বাসস]

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

আওয়ামী লীগ ওবায়দুল কাদের নির্বাচন সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর