Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অনুমতি ছাড়া ঢাকায় কোনো সভা-সমাবেশ করা যাবে না’

সিনিয়র করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৩ ১২:৪৯

ঢাকা: যতবড় রাজনীতিক দলই হোক না কেন, অনুমতি ছাড়া রাজধানীতে কোনো সভা-সমাবেশ করা যাবে না বলে জানিয়েছেন নতুন ডিএমপি কমিশনার মো. হাবিবুর রহমান। তিনি বলেন, ‘সভা-সমাবেশ হবে এবং তা অনুমতি নিয়ে। ডিএমপির অধ্যাদেশ অনুযায়ী ডিএমপি এলাকায় সভা সমাবেশ করতে হলে অনুমতি লাগবে।’

সোমবার (২ অক্টোবর) সকাল ১১টার দিকে ডিএমপি’র মিডিয়া সেন্টারে আয়োজিত ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার এসব কথা বলেন।

বিজ্ঞাপন


ডিএমপি কমিশনার বলেন, ‘কোনো সংগঠন যদি অনুমতি ছাড়া মিছিল-মিটিং সভা সমাবেশ করতে চায়, ডিএমপি অধ্যাদেশে নিয়ন্ত্রণের যে ধারা রয়েছে সেই ধারা যদি কেউ ভাঙতে চায় তাহলে ডিএমপির যেকোনো ইউনিট নির্ভয়ে নির্বিঘ্নে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে।’

কমিশনার আরও বলেন, ‘আজও বিরোধীদলের একটি সমাবেশ রয়েছে। তারা নিয়ম মেনে আমাদের কাছ থেকে অনুমতি নিয়েছে। অনুমতি নিয়ে তারা সমাবেশ করছে।’

আগামী কয়েক মাস পরে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে, সেটি মোকাবিলার প্রস্তুতি কি ডিএমপির- এমন প্রশ্নের জবাবে ৩৬তম কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘নির্বাচন হচ্ছে ক্ষমতা হস্তান্তরের একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠান যাতে সুস্ঠ হতে পারে সেজন্য ডিএমপির ৩৪ হাজার ফোর্স কাজ করবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই।’

মার্কিন ভিসানীতি নিয়ে ভোটের মাঠ উত্তপ্ত হয়ে উঠছে। ডিএমপিতে এর কোনো প্রভাব পড়বে কিনা জানতে চাইলে কমিশনার বলেন, ‘একটি দেশ ভিসানীতি আরোপ করেছে। এটি বাহিনী হিসেবে পুলিশে কোনো সমস্যা হবে বলে মনে করি না। এটি ব্যক্তি কেন্দ্রিক।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এমও

ডিএমপি ডিএমপি কমিশনার সভা-সমাবেশ

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর