মেঘনা নদীর ব্লক ধসে শিশুসহ ২ জন নিহত
২ অক্টোবর ২০২৩ ১৫:২২
ভোলা: ভোলায় মেঘনা নদীর তীর সংরক্ষণের সিসি ব্লক ধসে এক নারী ও শিশুসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে বলে জানা গেছে।
সোমবার (২ অক্টোবর) দুপুরের দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ইলিশা তালতলি মৎস্য ঘাটসংলগ্ন এলাকার এ ঘটনা ঘটে।
নিহত লাইজু বেগমের (৩৮) নাম পাওয়া গেলেও শিশুটির নাম-পরিচয় পাওয়া যায়নি। লাইজু বেগম ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও তিনি ভিক্ষাবৃত্তি করতেন।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, গত মাস থেকে মেঘনা নদীর তীর সংরক্ষণ সিসি ব্লক বাঁধ ধসের ঘটনা ঘটছে। পানি উন্নয়ন বোর্ড থেকে জিও ব্যাগ ফেলে ধস প্রতিরোধে কাজও করছেন। সোমবার দুপুরের দিকে তালতলি মৎস্য ঘাটসংলগ্ন তীরে একটি মাছ ধরার ট্রলার নোঙর করে মাছ নিয়ে ঘাটে যাচ্ছিল। ওই নারী তীরের ব্লকের উপর দাঁড়িয়ে তাদের কাছে মাছ ভিক্ষা চাইছিলেন। এসময় হঠাৎ ব্লক ধ্বসে যায়। এতে ওই লাইজু বেগম ঘটনাস্থলেই নিহত হন।
এছাড়াও এ ঘটনায় শিশুসহ ৪ জন আহত হয়। তাদের মধ্যে আড়াই বছরের শিশুকে উদ্ধার করে সদর হাসপাতালের নেওয়ার পথেই মারা যায়।
সারাবাংলা/এমও