Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাটারিচালিত রিকশা চললে খবর দিন, দ্রুত বন্ধ হবে: ডিএমপি কমিশনার

সিনিয়র করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৩ ১৭:১২

ঢাকা: রাজধানীর কোথায় কোন সড়কে ব্যাটারিচালিত রিকশা চলছে— খবর দিলে তা দ্রুতই বন্ধ করা হবে জানিয়েছেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার মো. হাবিবুর রহমান। তিনি বলেন, ‘খবর দিতে যতক্ষণ দেরি, তার আগে বন্ধ হবে এ সব ব্যাটারিচালিত রিকশা।’

সোমবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে মিডিয়া সেন্টারে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মো. হাবিবুর রহমান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

বিজ্ঞাপন

এ সময় তিনি বলেন, ‘যানজট কমিয়ে আনতে বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে সড়কের ক্রসিংগুলোতে সিগনাল বাতিগুলো অচিরেই চালু করা হবে। যেন সিগনাল মেনে গাড়ি চলাচল করতে পারে। অবৈধ পার্কিং প্রতিরোধে কাজ করা হচ্ছে। ফুটপাত যেন পথচারীদের জন্য মুক্ত থাকতে পারে সে জন্য পুলিশ কাজ শুরু করেছে। একইভাবে ব্যাটারিচালিত রিকশা যেন সড়কে না থাকে সে জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকা শহরে দুই কোটি ২৪ লাখ মানুষ বসবাস করে। এত সংখ্যক মানুষ সড়কে চলাচল করে। রাস্তার তুলনায় গাড়ি অনেক বেশি। এর ওপর মেগা প্রকল্পগুলো চলমান। সবকিছু মেনে নিয়ে আমাদের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে হচ্ছে। এরপরেও আমি বলব, সব সড়কে সব মোড়ে সমস্যা নেই। কিছু জায়গায় সমস্যা রয়েছে। সেগুলো চিহ্নিত করে কারণ খুঁজে বের করে সমাধানের জন্য ট্রাফিক ডিভিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি নগরবাসী এর ‍সুফল পাবে।’

সারাবাংলা/ইউজে/একে

অবৈধ রিকশা টপ নিউজ ডিএমপি কমিশনার ব্যাটারিচালিত রিকশা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর