‘শুনেছি যুক্তরাষ্ট্রে সাংবাদিক-রাজনীতিবিদদেরও বাড়ি আছে’
২ অক্টোবর ২০২৩ ১৭:১৭
ঢাকা: দেশের টাকা পাচার করে যুক্তরাষ্ট্রে বাড়ি কিনেছেন এমন ২৫২ জন আমলা, পুলিশসহ সরকারী কর্মকর্তা-কর্মচারীদের একটি তালিকা সম্প্রতি গণমাধ্যমে প্রকাশ হয়েছে। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেছেন, শুধু পুলিশ কিংবা আমলা নয়, শুনেছি সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিদেরও বাড়ি রয়েছে।
সোমবার (২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শোনা যাচ্ছে তালিকায় অনেকেরই নামই আছে। ব্যবসায়ী, রাজনীতিবিদ, আমলা, পুলিশ, এমনকি সাংবাদিকদেরও বাড়ি আছে। যুক্তরাষ্ট্র বসবাসের জন্য সুযোগ-সুবিধা হয়তো বেশি সেজন্য অনেকে বাড়ি করেছেন।’
তিনি আরও বলেন, ‘তবে তারা যদি কোনো অনিয়ম করে বাড়ি করে থাকেন তাহলে সেটা যুক্তরাষ্ট্র সরকারের বিষয়। যদি আমাদের দেশে কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে সেটা আমরা খতিয়ে দেখব। কারণ দেশের সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে চলে।’
এ সময় কথা বলেন আমেরিকার ভিসানীতি নিয়েও। ভিসানীতি প্রসঙ্গে আসাদুজ্জামান কামাল বলেন, ‘কাদের ওপর ভিসানীতি আরোপ করা হয়েছে সে তালিকা আমরা পাইনি। তারা (যুক্তরাষ্ট) যে ভিসা দেবে না তাও আমরা জানি না। যা হচ্ছে তা সঠিক বলে মনে হয় না।’
সারাবাংলা/জেআর/পিটিএম