Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় প্রসাধনী চুরি, চট্টগ্রামে বিক্রি করতে এসে ধরা

স্পেশাল করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৩ ২১:৫৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে এক কাভার্ডভ্যান চুরি করা প্রসাধনীসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কুমিল্লায় স্কয়ার টয়লেট্রিজের এক পরিবেশকের ‍গুদাম থেকে চুরি করা এসব প্রসাধনী সামগ্রী চট্টগ্রামে বিক্রির জন্য নিয়ে আসা হয়েছিল।

রোববার (১ অক্টোবর) রাতে নগরীর আকবর শাহ থানার সোনামিয়া রেলগেটের পাশে রাস্তার ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার তিন জন হলেন- মো. রুবেল (৩৪), মো. নোমান (৩৫) এবং মাহফুজুর রহমান (৩৭)।

আকবর শাহ্ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর সারাবাংলাকে জানান, ‘মিনি কাভার্ডভ্যান বোঝাই প্রসাধনীগুলো নিয়ে তিন জন রেলগেটের পাশে একটি গ্যারেজের সামনে অপেক্ষা করছিল। গোপন তথ্যে পুলিশ জানতে পারে, প্রসাধনীগুলো চুরি করে এনে ক্রেতার কাছে হস্তান্তরের জন্য তারা সেখানে অপেক্ষায় আছে। তখন অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।’

কাভার্ডভ্যান থেকে জুঁই নারিকেল তেল, মেরিল মিল্ক সোপবার, মেরিল বেবি জেল ও টুথপেস্ট, বেবি লোশন, সিলেক্ট প্লাস শ্যাম্পু, গ্লিসারিন, হারবাল টুথ পাউডার, চাকা সুপার হোয়াইট সাবানসহ ৪ লাখ ৯ হাজার ৫৫০ টাকার প্রসাধনী উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

গ্রেফতার তিন জনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ওসি ওয়ালী উদ্দিন বলেন, ‘কুমিল্লার বরুড়া উপজেলায় স্কয়ার টয়লেট্রিজের এক পরিবেশকের গুদামে চুরির পর মালামালগুলো নিয়ে তারা চট্টগ্রামে এসেছিল। এ ঘটনায় বরুড়া থানায় মামলা হয়েছে। আমরাও মামলা করেছি। রুবেলের নেতৃত্বে পাঁচজনের একটি চক্র গুদামে চুরি করেছিল বলে আমাদের কাছে স্বীকার করেছে।’

বরুড়া থানার ওসি মো. ফিরোজ হোসেন সারাবাংলাকে বলেন, ‘গত ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টা থেকে পরদিন ভোর সাড়ে ৬টার মধ্যে বরুড়ার অর্জুনতলা এলাকায় স্কয়ার টয়লেট্রিজের পরিবেশক চিত্তরঞ্জন দে বাদলের মালিকানাধীন মেসার্স খাদ্যভাণ্ডার নামে প্রতিষ্ঠানের গুদামে চুরির ঘটনা ঘটে। গুদাম থেকে প্রায় নয় লাখ টাকার বিভিন্ন প্রসাধনী চুরির অভিযোগ এনে তিনি রোববার (১ অক্টোবর) থানায় মামলা দায়ের করেন।’

প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ওসি ফিরোজ বলেন, ‘ঘটনার দিন চিত্তরঞ্জন দে ঢাকায় ছিলেন। তার ছেলে শুভঙ্কর দে অর্ডার অনুযায়ী মালামাল সরবরাহ করে রাত সাড়ে ১০টায় গুদামে তালা দিয়ে চলে যান। দোতলা ভবনের নিচতলার তিনটি রুমকে গুদাম হিসেবে ব্যবহার করা হতো। ওপরের তলায় কয়েকজন ভাড়াটিয়া থাকতেন। ৩০ সেপ্টেম্বর সকালে এক ভাড়াটিয়া চিত্ত বাবুকে ফোন করে জানান, তাদের দরজায় বাইরে থেকে তালা দিয়ে রাখায় বের হতে পারছেন না।’

‘খবর পেয়ে শুভঙ্কর গিয়ে দেখেন, তাদের গুদামের দরজা ভাঙ্গা এবং ওপরের ভাড়াটিয়াদের বাসার দরজাগুলো বাইরে থেকে তালা দেওয়া অবস্থায় আছে। তিনি ভেতরে ঢুকে দেখেন, তিনটি গুদামের বিভিন্ন ধরনের প্রায় ৯ লাখ টাকার মালামাল নাই। তাদের ক্যাশবাক্সও ভাঙ্গা অবস্থায় দেখতে পান। মামলার এজাহারে ৮ লাখ ৯৯ হাজার ৯৯৩ টাকা মূল্যের ২৪ ধরনের প্রসাধনী সামগ্রী চুরির তথ্য উল্লেখ করা হয়েছে।’

অভিযোগ পাওয়া গেছে, চুরির ঘটনায় বরুড়া থানা পুলিশ প্রথমে মামলা নিতে অস্বীকৃতি জানান। চট্টগ্রামে চুরি হওয়া মালামাল আটকের পর তড়িঘড়ি করে মামলা নেওয়া হয়।

এদিকে, গ্রেফতার তিন জনের মধ্যে রুবেল আগেও চট্টগ্রামসহ দেশের বিভিন্নস্থানে একাধিক চুরি-ডাকাতি ও খুনের ঘটনায় জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে। তার বিরুদ্ধে নগরীর পতেঙ্গা থানায় একটি খুনসহ ডাকাতি ও ডবলমুরিং থানায় একটি ডাকাতি, কুমিল্লার চৌদ্দগ্রাম ও দাউদকান্দি এবং কুড়িগ্রাম সদর থানা মোট ছয়টি মামলার তথ্য পেয়েছে পুলিশ।

২০২১ সালের ২৭ মে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার পোস্তারপাড় এলাকায় আবুল খায়ের গ্রুপের পরিবেশক খাজা ট্রেডার্সের গুদাম থেকে প্রায় ৩৩ লাখ টাকার সিগারেট লুট হয়েছিল। একই বছরের ১১ মার্চ নগরীর পতেঙ্গা থানার জিএম গেট এলাকায় নিরাপত্তা রক্ষীকে খুন করে আকিজ বিড়ির একটি গুদামে ডাকাতির ঘটনা ঘটেছিল।

আকবর শাহ থানার ওসি ওয়ালী উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘পতেঙ্গা এবং ডবলমুরিংয়ের ঘটনায় দায়ের হওয়া দুই মামলায় রুবেল আসামি। তার নেতৃত্বাধীন চক্রটি দেশের বিভিন্নস্থানে ঘুরে ঘুরে গুদামকে টার্গেট করে চুরি-ডাকাতি করে। এরপর ঢাকা-চট্টগ্রামে লুট করা পণ্য নিয়ে বিক্রি করে।’

সারাবাংলা/আরডি/পিটিএম

গ্রেফতার চুরি টপ নিউজ প্রসাধনী


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর