Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুকুরে বিষ প্রয়োগে ৩০ মণ মাছ নিধনের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৩ ২২:৩৩

কুড়িগ্রাম: জেলার ফুলবাড়ী উপজেলায় মাছ চাষী দুই ভাইয়ের পুকুরে কীটনাশক দিয়ে প্রায় আড়াই লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। রোববার (১ অক্টোবর ) দিবাগত রাতে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানা গেছে, ওই গ্রামের মৃত খবর আলীর ছেলে মতিয়ার রহমান ও লুৎফর রহমান প্রতিবেশী জোগেন্দ্র নাথের দুই বিঘা আয়তনের পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন। এ বছর তারা ওই পুকুরে লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির পোনা মাছ ছাড়েন। রোববার দিবাগত রাতে সকলের অগোচরে কে বা কারা পুকুরে কীটনাশক প্রয়োগ করে। সকালে ঘুম থেকে জেগে মতিয়ার ও লুৎফর দেখেন সমস্ত পুকুরের মাছ মরে ভেসে আছে। পরে জাল নিয়ে এসে প্রায় ত্রিশ মণ মরা অর্ধগলিত মাছ পুকুর থেকে তোলা হয়। এ ছাড়াও প্রচুর পরিমাণ মাছ স্থানীয়রা তুলে নিয়ে যায়।

বিজ্ঞাপন

মাছ চাষী মতিয়ার ও লুৎফর বলেন, ‘লাভের আশায় মাছ চাষ করতে গিয়ে আমরা দুই ভাই নিঃস্ব হয়ে গেলোম। রাতের আঁধারে কে বা কারা শত্রুতা করে আমাদের এমন ক্ষতি করল তা জানি না। আমাদের দুই ভাইয়ের সব বিনিয়োগ শেষ হয়ে গেল। আমরা সর্বশান্ত হয়ে গেলাম।’

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য আসাদুল হক বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গেই পুকুর পাড়ে গিয়ে দেখি পুকুরের সমস্ত মাছ মরে ভেসে আছে। স্থানীয় লোকজন মাছ তুলে নিয়ে যাচ্ছে। পরে জাল নিয়ে এসে প্রায় ত্রিশ মণের মতো মাছ তোলা হয়। যার আনুমানিক বাজার মূল্য আড়াই লাখ টাকার বেশি। তবে বেশির ভাগ মাছ পঁচা। এ ব্যাপারে মতিয়ার ও লুৎফরকে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণ কৃঞ্চ দেবনাথ বলেন, ‘বিষয়টি আমি শুনেছি, কিন্তু কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

বিষ প্রয়োগ মাছ নিধন