Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৩ ১০:৩৭

দিনাজপুর: ভারতে গান্ধী জয়ন্তী দিবস উপলক্ষে একদিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল থেকে দুই দেশের মাঝে পণ্য আমদানি রফতানি কার্যক্রম শুরু।

বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

জামিল হোসেন জানান, গান্ধী জয়ন্তী দিবস উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় সোমবার আমদানি রফতানি বন্ধ ছিল। একদিন বন্ধের পর আজ সকাল থেকে আবারও পণ্য আমদানি রফতানি শুরু হয়।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশরাফ জানান, সরকারি ছুটির কারণে বন্দরে আমদানি রফতানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক আছে।

সারাবাংলা/ইআ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর