Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বের সেরা হুইস্কির পুরস্কার পেলো ভারতের ইন্দ্রি

আন্তর্জাতিক ডেস্ক
৩ অক্টোবর ২০২৩ ১৫:১৯

২০২৩ সালের হুইস্কি অফ দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ডে পেয়েছে ভারতীয় হুইস্কি ইন্দ্রি। ২০২৩-এর ‘বেস্ট ইন শো, ডবল গোল্ড’ পুরস্কার জিতে নিয়েছে ইন্দ্রি। সেরা হুইস্কির প্রতিযোগিতায় বিশ্বের ১০০টিরও বেশি হুইস্কিকে পেছনে ফেলেছে ইন্দ্রি।

এই প্রতিযোগিতা বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ হুইস্কি টেস্টিং প্রতিযোগিতার একটি।

ইন্দ্রি হরিয়ানার স্থানীয় একটি ব্র্যান্ডের হুইস্কি। পিকাডিলি ডিসটিলারিজ নামের সংস্থা এই হুইস্কি তৈরি করে। এটি ২০২১ সালে ভারতের প্রথম ট্রিপল-ব্যারেল সিঙ্গেল মল্ট হুইস্কি, ইন্দ্রি-ত্রিনি চালুর মাধ্যমে যাত্রা শুরু করে। দ্য সানডে গার্ডিয়ানের মতে, গত দুই বছরে ইন্দ্রি ১৪টির বেশি আন্তর্জাতিক পুরস্কার জিতেছে।

ইন্দ্রি হুইস্কি ছয়-সারি বার্লি দিয়ে তৈরি করা হয় এবং ভারতে তৈরি ঐতিহ্যবাহী তামার পাত্রে পাতিত হয়। ইন্দ্রি হুইস্কি তৈরিতে ধোঁয়া, মিছরিযুক্ত শুকনো ফল, টোস্ট করা বাদাম, সূক্ষ্ম মশলা, ওক এবং বিটারসুইট চকলেট ব্যবহার করা হয়। নভেম্বর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কিছু ইউরোপীয় দেশে এই হুইস্কি পাওয়া যাবে। পানীয়টি ইতিমধ্যেই ভারতের ১৯টি রাজ্য এবং ১৭টি দেশে পাওয়া যাচ্ছে।

জানা গেছে, ভারতে এই হুইস্কি চার থেকে পাঁচ হাজার রুপিতে বিক্রি হচ্ছে।

সারাবাংলা/আইই


বিজ্ঞাপন
সর্বশেষ

‘আমাদের সেনাবাহিনী যেন তৈরি থাকে’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৯

আগস্টে কমেছে মূল্যস্ফীতি
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭

সম্পর্কিত খবর