Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্ষতিপূরণ চাইছেন বাধ্যতামূলক জন্ম নিয়ন্ত্রণের শিকার নারীরা

আন্তর্জাতিক ডেস্ক
৩ অক্টোবর ২০২৩ ১৪:৫৭

গ্রিনল্যান্ডে জোরপূর্বক জন্ম নিয়ন্ত্রণে বাধ্য করা ৬৭ নারীর একটি দল ক্ষতিপূরণ দাবি করেছে। ১৯৬০ দশকে ডেনমার্ক সরকার জন্মহার কমাতে নেওয়া একটি কর্মসূচির কারণে নারীদের জন্ম নিয়ন্ত্রণে বাধ্য করে। এসব নারী ওই সময়ের ভুক্তভোগী।

গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি আধা-সার্বভৌম অঞ্চল, তবে ১৯৫৩ সাল পর্যন্ত একটি ডেনিশ উপনিবেশ ছিল।

সে সময় প্রায় সাড়ে চার হাজার নারীর উপর এই অনিচ্ছাকৃত জন্ম নিয়ন্ত্রণ কর্মসূচি পরিচালনা করা হয়। তাদের বেশিরভাগ তখন কিশোরী ছিলেন।

১৯৬০ এর দশকে পরিচালিত এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে গত বছর জানা গেছে। এ সম্পর্কিত একটি তদন্ত ২০২৫ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। কিন্তু ঘটনার শিকার নারীদের অনেকের বয়স এখন ৭০ এর কাছাকাছি। ডেনমার্ক সরকারের কাছে তারা প্রত্যেকে ৪২ হাজার ১৫০ মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন।

১৯৬৬ থেকে ১৯৭০ সালের মধ্যে পরিচালিত এ জন্ম নিয়ন্ত্রণ অভিযানে অনেক কিশোরীকে তাদের অনুমতি ছাড়াই বন্ধ্যা করা হয়। তখন তাদের বেশিরভাগেরই বয়স ছিল ১৩ বছরের কাছাকাছি।

সারাবাংলা/ইআ

জন্ম নিয়ন্ত্রণ টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

ভূতের গলির বাসায় মিলল বৃদ্ধের মরদেহ
৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:০০

সম্পর্কিত খবর