Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কোথায় স্যাংশন, কোথায় ভিসানীতি? তলে তলে আপস হয়ে গেছে’

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৩ ১৮:৪৯

ঢাকা: দেশের মানুষ বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায় না এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যে দলে দুর্নীতির দুর্গন্ধ আছে, মানুষ সে দল চায় না। কোথায় স্যাংশন, কোথায় ভিসানীতি? তলে তলে আপস হয়ে গেছে। শেখ হাসিনা সবার সঙ্গে বন্ধুত্বে বিশ্বাসী। দিল্লি আছে, আমেরিকাও আছে, কারও সঙ্গে আওয়ামী লীগের শত্রুতা নাই।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে সাভারের আমিনবাজারে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘অক্টোবরে নাকি সরকারের পতন ঘটাবে? কোন অক্টোবর? অক্টোবরে, নভেম্বরে, ডিসেম্বরে কিছুই হবে না। বাংলার জনগণ বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায় না। যে দলে দুর্নীতির দুর্গন্ধ আছে, মানুষ সে দল চায় না।’

‘বিএনপি হাঁটুভাঙা দল, কোমরভাঙা দল। শক্ত হয়ে দাঁড়ান। কৌশল ভালোভাবে চিনে নিন। খেলা হবে। সাংঘাতিক খেলা হবে’- বলেন সেতুমন্ত্রী।

অস্বাভাবিক সরকার তৈরির ষড়যন্ত্র করছে বিএনপি অভিযোগ করে তিনি বলেন, ‘কোনো দেশের নিষেধাজ্ঞা ও ভিসানীতিতে আওয়ামী লীগ চিন্তিত নয়। আওয়ামী লীগ এসবের পরোয়া করে না।’

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রীকে ২০ বার হত্যার ষড়যন্ত্র হয়েছে। বেগম জিয়াকে কেউ কি একবারও হত্যা করতে গিয়েছে? হত্যা চেষ্টা হয়েছে? আওয়ামী লীগ ষড়যন্ত্র করে না। কিন্তু আওয়ামী লীগ বারবার ষড়যন্ত্রের শিকার হয়।’

সেতুমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন করতে গিয়ে শেখ হাসিনার রাতের ঘুম হারাম হয়ে গেছে। মানুষ যাতে ভালো থাকে, জিনিসপত্রের দাম যাতে কমে সেজন্য শেখ হাসিনা অবিরাম কাজ করে যাচ্ছেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘খালেদা জিয়া ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। কত হুমকি। ৪৮ ঘণ্টার আল্টিমেটাম। ডিসেম্বরের আন্দোলন গরুর হাটে। আন্দোলন আছে? কোথায় যাবেন? নির্বাচন ছাড়া বাংলাদেশের জনগণ আর কিছুই চায় না।’

যুক্তরাষ্ট্রের একটি সংস্থার সমীক্ষায় উদাহরণ টেনে ওবায়দুল কাদের বলেন, ‘এই মুহূর্তে ভোট হলে শতকরা ৭০ জন শেখ হাসিনাকে ভোট দেবে।’

সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন পর্যন্ত জিনিসপত্রের দাম কমে যাবে। দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে।’

সারাবাংলা/এনআর/পিটিএম

ওবায়দুল কাদের টপ নিউজ ভিসানীতি স্যাংশন


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর