বগুড়ায় ডিবি হেফাজতে মুহুরির মৃত্যু: তদন্তে ৩ সদস্যের কমিটি
৪ অক্টোবর ২০২৩ ১৯:৪১
বগুড়া: বগুড়ায় গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে হত্যা মামলায় সন্দেহভাজন এক মুহুরির মৃত্যুতে পুলিশের পক্ষ থেকে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মুহুরি হাবিবুর রহমান হাবিব (৪০) ডিবি পুলিশের হাতে আটকের পর মঙ্গলবার রাতে বগুড়া মোহম্মাদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পরিবারের পক্ষ থেকে ডিবির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করা হয়েছে। তবে পুলিশ বলছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। তার মৃত্যুর ঘটনায় বগুড়া সদর থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের হয়েছে। বুধবার (৪ অক্টোবর) নিহতের ময়নাতদন্ত শেষ হয়েছে।
পুলিশ জানিয়েছে, গত ৪ আগস্ট বগুড়ার শাজাহানপুর উপজেলার জোড়া তালপুকুর এলাকার একটি পুকুরের পাশ থেকে একই এলাকার খুকি বেগম নামে এক নারীর লাশ উদ্ধার হয়। তার পা কাটা ছিলো। এই হত্যা মামলার তদন্তে ডিবি পুলিশ মঙ্গলবার মনোয়ারা নামে এক নারীকে গ্রেফতার ও তার বাড়ির সেপটিক ট্যাংক থেকে নিহত বৃদ্ধার খণ্ডিত পা উদ্ধার করে।
তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যে অনুযায়ী সন্ধ্যায় হাবিবকে ডিবি পুলিশ আটক করে মনোয়ারা বেগমের মুখোমুখি করে। এসময় সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।
হাবিবের বাড়ি একই উপজেলায়। অসুস্থ হওয়ার পর তাকে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে ভর্তির করা হয়। পরে রাত পৌনে ৯টায় তার মৃত্যু হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শফিক আমিন কাজল জানান, ওই ব্যক্তিকে পুলিশ সজ্ঞাহীন অবস্থায় এনেছিলো। তার গায়ে কোনো আঘাতের চিহ্ন ছিলো না। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে পৌনে ৯টায় তার মৃত্যু হয়।
শাজাহানপুর থানার ওসি আরও জানান, ১৩ বছর আগে খুকি বেগমের সৎ ছেলে বিপুল নামে এক কিশোরকে হত্যা মামলারও প্রধান আসামি হাবিব। সেই মামলাটি এখনও বিচারাধীন। খুকি বেগম হত্যা মামলাও হাবিব সন্দেহভাজন অভিযুক্ত ছিলো।
তবে হাবিবুর রহমান হাবিবের মামা অ্যাডভোকেট মঞ্জুরুরুল হক জানিয়েছেন, তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার পর নির্যাতন করা হয়েছে। হাবিব তার মুহুরি হিসেবে কাজ করতেন।
বুধবার বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী জানান, বিভিন্ন অভিযোগ ওঠায় বিষয়টির সার্বিক তদন্তে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শরাফত ইসলাম ও ডি আই ওয়ান জিএম সামসুন নুর।
আগামী ৭ কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে।
সারাবাংলা/এমও