Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট সাংবাদিকতা জরুরি’

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৩ ২৩:৩৪

ঢাকা: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন। সেজন্য দেশের প্রতিটি অঞ্চলের খবর স্মার্টভাবে পত্রিকায় প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের উদ্যোগী হতে হবে। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট সাংবাদিকতা জরুরি।

বুধবার (৪ অক্টোবর) রাজধানীর ঢাকা ক্লাবে নেক্সট পাবলিকেশন লিমিটেডের আয়োজনে ‘দ্য ডেইলি পিপলস লাইফ’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদ।

বিজ্ঞাপন

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘গণতন্ত্র ও গণমাধ্যম পারস্পরিকভাবে জড়িত। তাই গণতন্ত্রকে সঠিক পথে রাখতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’ যথাযথ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি দেশের গণতান্ত্রিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

স্পিকার আরও বলেন, ‘দ্য ডেইলি পিপলস লাইফ পত্রিকাটি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতায় অঙ্গীকারাবদ্ধ। দেশে ইংরেজি পত্রিকা পড়ার অনেক পাঠক রয়েছে। তাদের কাছে বাংলাদেশকে সঠিকভাবে তুলে ধরতে হবে। জনগণের নিত্যদিনের কথা সুষ্ঠুভাবে প্রকাশ করাই হবে দ্য ডেইলি পিপলস লাইফ পত্রিকার সার্থকতা।’ এ সময় তিনি পত্রিকাটির পথচলায় সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেন, ‘বাংলাদেশে গণমাধ্যমের বিকাশ ঘটেছে এবং তারা মুক্তভাবে কাজ করে চলেছে। গণমাধ্যমকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। কারণ, গণমাধ্যমে দেশ ও সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে পারে।’

বিজ্ঞাপন

এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদ কেক কাটার মাধ্যমে ‘দ্য ডেইলি পিপলস লাইফ’ পত্রিকার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. এ এস এম মাকসুদ কামাল, ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, তৃণমূল বিএনপি’র চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বীরবিক্রম, প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের মহাপরিচালক জাফর ওয়াজেদ, ডিএফপি’র মহাপরিচালক এস এম গোলাম কিবরিয়া, তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার শাহেনুর মিয়া, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ এবং দ্য সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার টিটু প্রমুখ।

এ ছাড়া দ্য ডেইলি পিপলস লাইফের সম্পাদক মো আজিজুল ইসলাম ভূঁইয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। এ সময় প্রকাশক নাফিসা জুমাইনা মাহমুদের বক্তব্য পড়ে শোনানো হয়। অনুষ্ঠানে সম্পাদকমণ্ডলীর চেয়ারম্যান হাসান রহমান সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

দ্য ডেইলি পিপলস লাইফ স্পিকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর