Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্নিকাটের গাড়িবহরে হামলা: বদিউল আলম মজুমদারের শ্যালক গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৩ ০৯:৪৫

মার্শা বার্নিকাট-ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারের শ্যালক মোহাম্মদ ইশতিয়াক মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যায় মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইশতিয়াক মাহমুদকে গ্রেফতার করা হয়েছে। তাকে বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে আদালতে সোপর্দ করা হবে।

২০১৮ সালের ৪ আগস্ট রাতে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের ইকবাল রোডের বাড়িতে মার্কিন রাষ্ট্রদূতের বিদায়ী নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে ড. কামাল হোসেনসহ কয়েকজন অংশ নেন। কিন্তু ওই রাতে নৈশভোজের নামে সেখানে সরকারবিরোধী ষড়যন্ত্র হচ্ছে এমন খবর ছড়িয়ে পড়লে ওই বাড়িতে হামলা করা হয়।

এসময় বার্নিকাটের গাড়িবহরেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। কিন্তু বার্নিকাটের গাড়ি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলেও আসামিরা ড. বদিউল আলম মজুমদারের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভাঙচুর করেন।

এ ঘটনায় ২০১৮ সালের ১০ আগস্ট রাতে ড. বদিউল আলম মজুমদার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। এ মামলায় ড. বদিউল আলম মজুমদারের শ্যালক মোহাম্মদ ইশতিয়াক মাহমুদসহ নয়জনের বিরুদ্ধে চলতি বছরের ১৯ সেপ্টেম্বর সম্পূরক চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের সহকারী পুলিশ সুপার রাজন সাহা। মামলার চার্জশিটে এসব কথা উল্লেখ করেন তদন্তকারী কর্মকর্তা।

বিজ্ঞাপন

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা রাজন সাহা বলেন, তদন্তে নেমে ঘটনার সত্যতা পেয়ে মোহাম্মদ ইশতিয়াক মাহমুদসহ নয়জনের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিল করেছি। আজ ৪ অক্টোবর মামলার দিন ধার্য ছিল।

ড. বদিউল আলম মজুমদারের শ্যালক মোহাম্মদ ইশতিয়াক মাহমুদ পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

সারাবাংলা/ইউজে/এনইউ

গাড়িবহর গ্রেফতার মার্শা বার্নিকাট হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর