Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অসুস্থ থাকায় আদালতে সাক্ষ্য দিতে আসেননি শাকিব খান

স্টাফ করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৩ ১৪:১৫

ঢাকা: চাঁদা দাবির অভিযোগে করা মামলায় প্রযোজক রহমত উল্ল্যাহর বিরুদ্ধে সাক্ষ্য দিতে দ্বিতীয় দিনেও আদালতে আসেননি চিত্রনায়ক শাকিব খান।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) ঢাকার ৮ম অতিরিক্ত মহানগর দায়রা জজ সৈয়দা হাফসা ঝুমার আদালতে মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য ছিল। তবে শাকিব খান জ্বরে আক্রান্ত হওয়ায় আদালতে আসতে পারেননি। এজন্য তার আইনজীবী সময় আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে আগামী ১৫ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন।

গত ৫ জুলাই একই আদালত রহমত উল্লাহর বিরুদ্ধে চার্জগঠন করে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দেন।

গত ২৩ মার্চ শাকিব খান বাদী হয়ে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করেন। ওই সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে রহমত উল্লাহকে আদালতে হাজির হতে সমন জারি করেন।

জানা যায়, অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিং চলার সময় শাকিব খানের বিরুদ্ধে সহকারী নারী প্রযোজককে ধর্ষণ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ তোলেন রহমত উল্লাহ। তবে শাকিব খানের দাবি, মিথ্যা অভিযোগ দিয়ে তার সুনাম ক্ষুন্ন ও চাঁদা দাবি করেছেন রহমত উল্লাহ।

সারাবাংলা/এআই/এনইউ

আদালত টপ নিউজ নায়ক শাকিব কান


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর