পূজার কেনাকাটায় বিকাশ পেমেন্টে ২০% পর্যন্ত ক্যাশব্যাক
৬ অক্টোবর ২০২৩ ১০:৩৬
ঢাকা: শারদীয় দুর্গা পূজা উপলক্ষে দেশজুড়ে লাইফস্টাইল, ফুটওয়্যার, ইলেকট্রনিকস, অ্যাকসেসরিজ, অনলাইন শপ, রেস্টুরেন্টসহ তিন হাজারেরও বেশি ব্র্যান্ডের আউটলেটে কেনাকাটায় বিকাশ পেমেন্টে থাকছে ২০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ৫ অক্টোবর থেকে শুরু হয়েছে এ অফার। চলবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত।
কেনাকাটা বা খাওয়া-দাওয়া করে বিকাশ পেমেন্ট করলেই একজন গ্রাহক দিনে ২০০ টাকা পর্যন্ত এবং অফার চলাকালীন সর্বোচ্চ ৩০০ টাকা ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
বিকাশ অ্যাপ, অনলাইন পেমেন্ট গেটওয়ে ও ইউএসএসডি কোড *২৪৭# ব্যবহার করে অফারটি পেতে পারেন গ্রাহকরা। এ অফারের আওতাভুক্ত ব্র্যান্ড এবং আউটলেটের বিস্তারিত জানা যাবে বিকাশের ওয়েবসাইট থেকে।
এছাড়া গ্রাহকরা সহজেই বিকাশ অ্যাপের ‘অফার’ অংশে গিয়ে পূজার কেনাকাটায় ইনস্ট্যান্ট ক্যাশব্যাকসহ চলমান অফারগুলো সম্পর্কে জানতে পারবেন। গ্রাহক চাইলে ‘বিকাশ ম্যাপ’ থেকে ‘মার্চেন্ট’ অপশনে গিয়ে অফার বাটনে ক্লিক করে তার আশপাশের যে আউটলেটগুলোয় অফার চলছে সেগুলোর লোকেশনসহ বিস্তারিত দেখে নিতে পারবেন।
বিকাশ অ্যাপের মাধ্যমে হোমস্ক্রিনের ‘মেক পেমেন্ট’ আইকনে ট্যাপ করে মার্চেন্ট নম্বর দিয়ে অথবা সরাসরি কিউআর কোড স্ক্যান করে গ্রাহকরা পেমেন্ট করতে পারছেন।- বিজ্ঞপ্তি
সারাবাংলা/এনইউ