Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্গাপূজায় হামলার আশঙ্কা নেই: সিএমপি কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৩ ১৭:২৮

চট্টগ্রাম ব্যুরো: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় হামলার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায়।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে নগরীর দামপাড়া পুলিশ লাইনের মাল্টিপারপাস ড্রিল শেডে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে নিরাপত্তা সমন্বয় সভায় তিনি এই কথা জানিয়েছেন।

যেকোনো ধরণের খারাপ পরিস্থিতির জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে উল্লেখ করে সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, ‘আমরা ভালোর প্রত্যাশা করি, খারাপের জন্য প্রস্তুতি রাখি। যেকোনো ধরণের খারাপ পরিস্থিতি সৃষ্টি হলে কীভাবে আমরা সেগুলো মোকাবিলা করব সে প্রস্তুতি আমাদের আছে। আমাদের কুইক রেসপন্স নামে স্পেশালিষ্ট একটি টিম সবসময় এক্টিভ থাকবে।’

‘আমাদের বোম ডিস্পোজাল ও সোয়াতের টিম আছে। তারা দেশে-বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত। তারা সবসময়ের জন্য প্রস্তুত থাকবে। স্পেসিফিক পূজায় হামলা নিয়ে আশঙ্কা নেই। অভিজ্ঞতা থেকে যে প্রস্তুতি নেওয়ায়া দরকার সেটা আমরা নেব।’

তিনি আরও বলেন, ‘পুজোর নিরাপত্তা নিয়ে শুধু যে পুলিশ কাজ করবে তা নয়। এখানে পুলিশ, আনসার, র‍্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা থাকবেন। পুলিশের দেড় হাজার সদস্য মোতায়েন থাকবে। আমরা চার স্তর বিশিষ্ট একটি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবো এই দুর্গাপূজা উদযাপনে।’

‘২৭৮ টি পুজা মন্ডপে পুজো হবে সিএমপিতে। গতবারের চাইতে এবার ১০টি বেশি। এরমধ্যে ১২৬টিকে অতি গুরুত্বপূর্ণ মণ্ডপ হিসেবে বিবেচনা করেছি। প্রতিটি মন্ডপে ক্লোজ সার্কিট ক্যামেরা ও অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখার জন্য বলে দেওয়া হয়েছে।’

এ সময় নগর পূজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক উজ্জ্বল সেন, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এম এ মাসুদ, আবদুল মান্নান মিয়া ও উপ-পুলিশ কমিশনার (সদর) আব্দুল ওয়ারীশ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আইসি/ইআ


বিজ্ঞাপন
সর্বশেষ

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০

সম্পর্কিত খবর