দৃষ্টিনন্দন হচ্ছে রাজধানীর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়
৯ অক্টোবর ২০২৩ ০৯:৪৯
ঢাকা: সব স্তরের শিক্ষার্থীদের বিদ্যালয়গামী করতে রাজধানীর সরকারি প্রাথমিকগুলোকে দৃষ্টিনন্দন করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। সে উদ্যোগে বর্তমান অবকাঠামো পরিবর্তন করে নতুন আঙ্গিকে বিদ্যালয়গুলোকে সাজানো হবে। সে ধারাবাহিকতায় এবার আরও ২৭টি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করতে যাচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (৯ অক্টোবর) বিকাল ৩টায় মিরপুর ১ নম্বরে ওয়াক-আপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। সেখানে বিশেষ অতিথি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব থাকবেন ফরিদ আহাম্মদ, আরও উপস্থিত থাকবেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সব শ্রেণি-পেশার অভিভাবকের সন্তানদের সরকারি প্রাথমিক বিদ্যালয়মুখী করতে সরকার ‘ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দনকরণ’ নামে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ২০২০ সালে এ প্রকল্পের কাজ শুরু হলেও মহামারি করোনার কারনে তা যথাসময়ে বাস্তবায়ন সম্ভব হয়নি।
জানা গেছে, এ প্রকল্পের আওতায় ঢাকা মহানগরীর সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বর্তমান অবকাঠামো আধুনিক করে তোলা হবে। প্রকল্পের আওতায় ঢাকা মহানগরীর মোট ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে দৃষ্টিনন্দন করে তোলা হবে। এর মধ্যে ১৫৪টি বিদ্যালয়ের দুই হাজার ৯৭৫টি কক্ষ নতুনভাবে নির্মাণ করা হবে। এছাড়া ১৭৭টি বিদ্যালয়ের এক হাজার ১৬৭টি কক্ষের অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দন করা হবে।
প্রকল্পের আওতায় উত্তরায় তিনটি ও পূর্বাচলে ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে। এক হাজার ১৫৯ কোটি দুই লাখ ৫৩ হাজার টাকা ব্যয়ে চার বছর মেয়াদি এ প্রকল্প শেষ হওয়ার কথা ২০২৪ সালে।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন সারাবাংলাকে বলেন, ‘আমরা বিদ্যালয়গুলোকে এমন একটা লুক দিতে চাই, যাতে অভিভাবকরা তাদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তি করাতে আগ্রহী হোন। আবার শিক্ষার্থীরাও আনন্দিত হবে। আমরা এ প্রকল্প ২০২০ সালের জানুয়ারি থেকে শুরু করি, কিন্তু করোনা মহামারির কারণে যথাসময়ে কাজ শুরু করা যায়নি। তবে গত বছর থেকে আমরা কাজ শুরু করেছি তারই ধারাবহিকতায় এই ২৭ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হবে।’
জানা গেছে, বিদ্যালয়গুলোর বাইরে খেলার মাঠ ছাড়াও ভেতরে ইনডোর মাঠ করা হবে। আধুনিক ওয়াশরুম, অভিভাবক ছাউনি, শহীদ মিনারসহ বিদ্যালয়ের জন্য সব সুবিধা রাখা হচ্ছে।
সারাবাংলা/জেআর/এমও