ছুরিকাঘাতে স্ত্রী হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
৯ অক্টোবর ২০২৩ ১৭:১৮
মুন্সীগঞ্জ: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রোববার (৮ অক্টোবর) দিবাগত রাত ২ টার দিকে মুন্সীগঞ্জের চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম রোমানা আক্তার। তিনি মুন্সীগঞ্জ সদরের বাঘাইকান্দি এলাকার রুহুল আমিনের মেয়ে এবং একই এলাকার নাদিম হোসেনের স্ত্রী।
জানা গেছে, পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রী রোমানা আক্তারকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে নাদিম হোসেন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত নাদিম হোসেনের মা ও বোনকে আটক করেছে পুলিশ।
বিষয়টি সম্পর্কে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান জানান, পারিবারিক তুচ্ছ ঘটনায় স্বামী নাদিম হোসেন তার স্ত্রী রোমানা আক্তারকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী নাদিম হোসেনের মা আসমা বেগম ও বোন আঁখিকে আটক করা হয়েছে। ঘটনায় ব্যবহৃত ছুরি ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশ সুপার।
সারাবাংলা/পিটিএম