অর্থনীতিতে নোবেল পেলেন ক্লডিয়া গোল্ডিন
৯ অক্টোবর ২০২৩ ১৭:৩৭ | আপডেট: ৯ অক্টোবর ২০২৩ ১৯:১৭
এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন অর্থনীতিবিদ ক্লাউডিয়া গোল্ডিন। নারীদের শ্রম বাজার সম্পর্কে ধারণার উন্নতির জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
সোমবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় রয়েল সুইডিশ একাডেমি অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করে।
নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়, গত শতাব্দীতে অনেক উচ্চ-আয়ের দেশে বেতনের কাজে নারীদের অনুপাত তিনগুণ বেড়েছে। এটি আধুনিক সময়ে শ্রমবাজারে সবচেয়ে বড় সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনগুলোর মধ্যে একটি। তবে উল্লেখযোগ্য লিঙ্গ পার্থক্য এখনও রয়ে গেছে।
১৯৮০ এর দশকে একজন গবেষক এই পার্থক্যগুলোর উৎস ব্যাখ্যা করার জন্য একটি ব্যাপক পদ্ধতি গ্রহণ করেছিলেন। ক্লডিয়া গোল্ডিনের গবেষণা আমাদের শ্রমবাজারে নারীদের ঐতিহাসিক এবং সমসাময়িক ভূমিকা সম্পর্কে নতুন এবং আশ্চর্যজনক অন্তর্দৃষ্টি দিয়েছে।
মার্কিন এ অর্থনীতিবিদ নিউইয়র্কে ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেছেন। তিনি হার্ভার্ড ইউনিভার্সিটির অধ্যাপক।
প্রসঙ্গত, ১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। গত বছর অর্থনীতিতে নোবেল জিতেছিলেন ৩ মার্কিন নাগরিক। তারা হলেন- যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের সাবেক চেয়ারম্যান বেন এস বারন্যাঙ্ক, শিকাগো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডগলাস ডব্লিউ ডায়মন্ড এবং ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফিলিপ এইচ ডিবভিগ।
সারাবাংলা/ইআ