Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘খালেদা জিয়াকে এখন বিদেশে নিতেই হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৩ ২০:০৩

চট্টগ্রাম ব্যুরো: দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কিছু হলে আওয়ামী লীগ দেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে বলে হুঁশিয়ারী দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

সোমবার (৯ অক্টোবর) বিকেলে নগরীর কাজির দেউড়ির নুর আহম্মদ সড়কে এক সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নগর বিএনপি এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

খালেদা জিয়াকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে অভিযোগ করে শামীম বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন এখন সংকটাপন্ন। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে বিদেশ নেওয়া প্রয়োজন। তার লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। এখানকার চিকিৎসকরা তাদের সাধ্য অনুযায়ী যা করার করেছেন।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়াকে এখন বিদেশে নিতেই হবে। কিন্তু দেশের সবচেয়ে জনপ্রিয় এই নেতাকে চিকিৎসার সুযোগ দিচ্ছে না সরকার। কারণ খালেদা জিয়া যদি সুস্থ হয়ে জনগণের সামনে দাঁড়ান, তাহলে আওয়ামী লীগ একমুহূর্তও দাঁড়াতে পারবে না। তাই তাকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তার যদি কিছু হয় তাহলে এই আওয়ামী লীগ দেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে।

আওয়ামী লীগকে ভোট ডাকাত অ্যাখ্যায়িত করে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনার অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না। কারণ আওয়ামী লীগ ভোট ডাকাত। এখন আমাদের এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি। আমরা ইতিমধ্যে পদযাত্রা করেছি, রোডমার্চ করেছি, সমাবেশ করেছি। কিন্তু চোরা না শুনে ধর্মের কাহিনী। সরকার শুনছে না। তাই এখন শোনাতে হবে এবং শোনানোর জন্য যা কিছু করা দরকার তাই করতে হবে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের ভিসানীতিতে সবচেয়ে বেশি আতঙ্কের ছাপ শেখ হাসিনার মুখে উল্লেখ করে মাহবুবের রহমান শামীম বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধের কারণে যারা দুর্নীতি, অন্যায় করেছে, ব্যবসায়ী যারা চুরি করেছে, তারা এখন আতঙ্কিত। সবচেয়ে বেশি আতঙ্কের ছাপ প্রধানমন্ত্রীর মুখে। এমনভাবে কথাবার্তা বলছেন মনে হয় উন্মাদ হয়ে গেছে। আমরা বলতে চাই, রাজনৈতিকভাবে আপনার সময় শেষ হয়ে গেছে। মানুষকে অনেক কষ্ট দিয়েছেন। দয়া করে কেটে পড়েন। তা না হলে জনগণ আপনাকে ক্ষমতা থেকে টেনে নামাবে।

বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দীন বলেন, শেখ হাসিনা অনেক মাকে পুত্রহারা করেছেন, অনেক সন্তানকে পিতৃহারা করেছেন, অনেক রক্ত ঝরিয়েছেন। এখনও সময় আছে দয়া করে বিদায় হোন। আপনারা যে অপকর্ম করেছেন, তার জবাবদিহি এক সময় করতে হবে। তাই অবিলম্বে পদত্যাগ করুন, সংসদ বিলুপ্ত করুন।

নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা দেশে আর সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। তারা বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। বেগম জিয়া মূল চিকিৎসা পাচ্ছেন না। আমরা যে চিকিৎসা দিচ্ছি তা তাৎক্ষণিক। জরুরি ভিত্তিতে তাকে বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন। না হলে যেকোনো সময় তিনি মারা যেতে পারেন।

নগর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ আজিজের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক আবদুস সাত্তার, এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, কাজী বেলাল উদ্দিন, শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, সদস্য হারুন জামান, যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, সাধারন সম্পাদক মো. শাহেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারন সম্পাদক বেলায়েত হোসেন বুলু, বিভাগীয় শ্রমিকদলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার, নগর মহিলাদলের সভাপতি মনোয়ারা বেগম মনি, সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/এনইউ

খালেদা জিয়া বিএনপি বিদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর