Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নগর উন্নয়ন কর্তৃপক্ষ পাচ্ছে পায়রা-কুয়াকাটা

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৩ ২০:০৪

ঢাকা: পায়রা ও কুয়াকাটায় পরিকল্পিত নগরী গড়ে তুলতে একটি উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করবে সরকার। সে জন্য ‘পায়রা-কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ, ২০২৩ আইন’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৯ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এর বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, ‘পায়রা এবং কুয়াকাটা নিয়ে প্রধানমন্ত্রীর একটি স্বপ্ন রয়েছে। এটিকে ভিত্তি করে যাতে একটি পরিকল্পিত শহর গড়ে ওঠে এবং যেখানে আধুনিক সুযোগ-সুবিধা থাকবে, যার মাধ্যমে পর্যটন আকর্ষণ স্পট হবে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সেখানে ব্যাপক উন্নয়ন কার্যক্রম সরকারের তরফ থেকে আছে। পায়রা বন্দর করা হয়েছে, ওখানে আমাদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে এবং সরকারের অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ড আছে। সেটিকে বৃদ্ধি করে যেন একটি ভালো পরিকল্পিত নগর ব্যবস্থা গড়ে ওঠে সে জন্য এ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। সে ক্ষেত্রে মূলত অন্যান্য উন্নয়ন কর্তৃপক্ষ আছে, ঠিক একই আদলে করা হয়েছে। তিনি জানান, এ উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান থাকবেন একজন চেয়ারম্যান। একটি বোর্ড তাদেরকে পরিচালিত করবেন।’

সারাবাংলা/জেআর/একে

কুয়াকাটা নগর উন্নয়ন কর্তৃপক্ষ পায়রা

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর