Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে বাধা দিতে এলে হাত ভেঙে দেওয়া হবে: নানক

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৩ ২২:৪৩

ঢাকা: বিএনপির উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, জনতা শান্তি চায়, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন চায়। শেখ হাসিনার নেতৃত্বে ভোট-ভাতের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কিন্তু যদি এই নির্বাচনকে কেউ বাধাগ্রস্ত করতে আসেন, তাহলে যে হাত দিয়ে বোমা মারবেন ও আগুন দেবেন, সেই হাত ভেঙে দেওয়া হবে।

বিজ্ঞাপন

সোমবার (৯ অক্টোবর) বিকেলে রাজধানীর গাবতলীতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এ কথা বলেন। পরে বিএনপি-জামাতের চলমান দেশ ও নির্বাচন বিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি রাজধানীর গাবতলী থেকে শ্যামলী পর্যন্ত প্রদক্ষিণ করে।

শান্তি সমাবেশে নানক বলেন, ‘মির্জা ফখরুল সাহেবদের খাসলত ভালো হয় না। ২০১৪ সালে বিএনপি এই দেশে মানুষ হত্যা ও ধর্ষণ করেছে, অগ্নি সন্ত্রাস করেছে। তারপরও এই দেশে নির্বাচন হয়েছে সংবিধান অনুযায়ী।’

তিনি বলেন, ‘মির্জা ফখরুল আজকের এই সমাবেশ দেখে যান। আজ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সমাবেশ শেষে মিছিল হবে। এই মিছিল গাবতলী থেকে শ্যামলী পর্যন্ত ছাড়িয়ে অনেক দূর চলে যাবে।’

‘বিএনপি যত গর্জে তত বর্ষে না’ জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নানক বলেন, ‘এই দেশে সাংবিধানিক সরকার দেশ পরিচালনা করছে। এই দেশের স্বাধীন নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে এবং সংবিধান সম্মতভাবেই আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন হবে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে নানক বলেন, ‘আপনারা ঐক্যবদ্ধ থাকুন, সতর্ক থাকুন। ওরা যেন কোনোভাবেই দেশে গোলযোগ সৃষ্টি না করতে পারে।’

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে শান্তি সমাবেশে আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচিসহ সহযোগী সংগঠনের নেতারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/পিটিএম

নানক

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর