Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে ২৪ ঘণ্টায় ৪৫ ডেঙ্গু রোগী শনাক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৩ ১৭:১২

সিরাজগঞ্জ: সারাদেশের মতো সিরাজগঞ্জে বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তরা জেলার সরকারি ও বেসরকারি হাসপাতাল ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ ডেপুটি সিভিল সার্জন ডা. ওবায়দুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে সাতজন, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে এক জন, কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ জন, রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন জন, উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই জন, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই জন, বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার জন ও কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ জন ভর্তি হয়েছেন।

চলতি বছরে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৫৩১ জন। তাদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়িতে চলে গেছেন দুই হাজার ৩৫৬ জন। হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি আছেন ১৭২ জন। জেলায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন তিন জন।

সিরাজগঞ্জ ডেপুটি সিভিল সার্জন ডা. আ ফ ম ওবায়দুল ইসলাম জানান, জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দুইদিনের তুলনায় আজ কিছুটা বেড়েছে। কারণ চলমান বৃষ্টি হওয়ায় বিভিন্ন জায়গায় পানি জমে রয়েছে। ফলে ডেঙ্গুর জীবাণুবাহী অ্যাডিস মশার প্রজনন বেশি হচ্ছে। তাই তিন দিনের বেশি পরিষ্কার পানি কোথাও জমে থাকলে তা ফেলে দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

সারাবাংলা/এনইউ

আক্রান্ত ডেঙ্গু শনাক্ত সিরাজগঞ্জ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর