Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত জিম্মি নিয়ে আলোচনা করবে না হামাস

আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর ২০২৩ ১৮:০০

যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত জিম্মিদের নিয়ে ইসরাইলের সঙ্গে কোনো আলোচনা করবে না বলে জানিয়েছে ফিলিস্তিনের হামাস। হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াহ এ কথা বলেছেন।

তিনি বলেন, বন্দীদের বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগকারী সব পক্ষকে জানিয়েছি যে, যুদ্ধ শেষ হওয়ার আগে কোনো আলোচনা হবে না। এবং এটি (জিম্মিদের ব্যাপারে আলোচনা) এমন একটি মূল্যে হবে, যেটি প্রতিরোধ শক্তি গ্রহণ করবে।

গত শনিবার ইসরাইলে আকস্মিক হামলা চালায় হামাস। এ পর্যন্ত এক থেকে দেড়শ সামরিক ও বেসামরিক ব্যক্তিকে হামাস বন্দী করেছে বলে জানিয়েছে ইসরাইল।

জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত গিলাদ এরদান বলেছেন, গাজায় ১০০ থেকে ১৫০ জন ইসরাইলিকে বন্দী করে রাখা হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা জিম্মিদের মধ্যে ৫০ জনের পরিবারের সঙ্গে কথা বলেছে। সেনাবাহিনী তথ্য যাচাই করতে এই যোগাযোগ অব্যাহত রাখবে।

সারাবাংলা/আইই


বিজ্ঞাপন
সর্বশেষ

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

সম্পর্কিত খবর