Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ইসরাইলির পক্ষ নিয়ে আমেরিকা মানবতাবিরোধী কাজ করছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৩ ১৮:৪২

ঢাকা: মুসলমানদের ওপর যে জুলুম, নির্যাতন ও হত্যাযজ্ঞ চলছে তার প্রতিবাদ না করে ইসরাইলির পক্ষ নিয়ে ইউরোপ-আমেরিকা মানবতাবিরোধী কাজ করছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

মঙ্গলবার (১০ অক্টোবর) বায়তুল মোকাররমের উত্তর গেইটে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফিলিস্তিনে ইসরাইলীর অমানবিক হামলা, নির্ষাতন ও হত্যাযজ্ঞের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিবাদ সমাবেশ আয়োজন করে।

তিনি বলেন, ‘এই মুহূর্তে জাতিসংঘের দায়িত্ব হচ্ছে মজলুম ফিলিস্তিনী মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হওয়া। কিন্তু ফিলিস্তিনের মুসলমানদের হত্যার বিষয়ে জাতিসংঘের কোনো প্রতিবাদ আমরা দেখছি না।’

বিশেষ অতিথির বক্তব্যে দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, ‘মুসলিম জাগরণ শুরু হয়ে গেছে। ৫১ বছর পরে ফিলিস্তিনীদের জমি উদ্ধারে সোচ্চার হওয়ায় পশ্চিমারা ইসরাইলিদের পক্ষাবলম্বন করেছে। মুলমানরা তাদের দখল হওয়া জমি যে কোনভাবে ফিরিয়ে আনবে। বায়তুল মোকাদ্দাস রক্ষায় আমরা বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত আছি।’

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ বলেন, ‘আমেরিকার সহায়তায় ১৯৪৮ সনে জাতিসংঘের প্রস্তাবে ইসরাইলকে বসত করার জন্য সুযোগ দেওয়া হয়। এখানে বসতি করে ইসরাইলীরা মুসলমানদের ওপর একের পর এক জুলুম করে চলছে।’

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন নায়েবে আমির অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব আলহাজ্ব মোহাম্মদ আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম, আলহাজ্ব কে এম আতিকুর রহমান, মুফতি দেলাওয়ার হোসাইন সাকী প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর