বাগেরহাট: চুয়াডাঙ্গায় শিক্ষার্থীর হাতে শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন করেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) বাগেরহাট জেলা শাখার নেতারা।
মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময়ে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মুহিতুর রহমান,
বাগেরহাট জেলা শাখার সভাপতি মুজিবুর রহমান, বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক দীপন বিশ্বাস, তাওসিক তাজ, কবির আকন্দ, অজিয়ার শিকদার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘সারাদেশে বিভিন্ন সময়ে শিক্ষকদের ওপর নানাভাবে নির্যাতন ও লাঞ্ছনার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। শিক্ষকদের নিরাপত্তা আজ হুমকির মুখে। অথচ এ ব্যাপারে সিভিল ও শিক্ষা প্রশাসন অনেকটাই উদাসীন, যা জাতির জন্য দুর্ভাগ্যজনক।’
এ সময় তারা শিক্ষক লাঞ্ছিত করার সঙ্গে জড়িত শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলসহ তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে। অন্যথায় সারাদেশে সরকারি/বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি নেওয়া হবে বলে শিক্ষকরা হুঁশিয়ারি উচ্চারণ করেন।
উল্লেখ্য, গত রোববার বেলা ১১টায় এসএসসি পরীক্ষার নির্বাচনি পরীক্ষা চলছিল চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চ বিদ্যালয়ের ১১২ নম্বর কক্ষে। ওই কক্ষে পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী শিক্ষক হাফিজুর রহমান। এ সময় পরীক্ষার হলে বিশৃঙ্খলা ও অসদুপায় অবলম্বনের অভিযোগে দশম শ্রেণির ছাত্র সাইফুল আমিন শীর্ষের খাতা কেড়ে নেন শিক্ষক। এতে শিক্ষক ও ছাত্রের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শিক্ষক হাফিজুরকে চড়-থাপ্পড় মারেন ছাত্র সাইফুল আমিন শীর্ষ। অস্বাভাবিক হয়ে ওঠে পরীক্ষার হল। শিক্ষককে মারধরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।