Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন দিন বন্ধ থাকবে মেট্রোরেল

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৩ ২০:১৪ | আপডেট: ১০ অক্টোবর ২০২৩ ২১:২৯

ঢাকা: আগামী ২৯ অক্টোবর রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল উদ্বোধন করা হবে। বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে। দুই অংশের সার্বিক পরিচালন ব্যবস্থা সমন্বয় করার জন্য আগামী শনি ও রোববার উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেলের চলাচল বন্ধ থাকবে। এমনিতে শুক্রবার মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ থাকে। ফলে টানা তিন দিন বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ অক্টোবর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ জন্য সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ অক্টোবর সোমবার থেকে নিয়মিত সময়সূচি অনুযায়ী উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে।

সারাবাংলা/ইউজে/একে

মেট্রোরেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর