Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন পররাষ্ট্রনীতির ব্যর্থতার ফল ইসরাইল-হামাস যুদ্ধ: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
১১ অক্টোবর ২০২৩ ০৯:৪৫

ইসরাইল- হামাস যুদ্ধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিগত ব্যর্থতাকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি সর্বশেষ ইসরাইল-হামাস যুদ্ধের বিষয়ে প্রথম কোনো মন্তব্যে যুক্তরাষ্ট্রকে নিশানা করেছেন। এই যুদ্ধকে মার্কিন পররাষ্ট্রনীতির ব্যর্থতার ফল হিসেবে বর্ণনা করেছেন।

মঙ্গলবার (১১ অক্টোবর) সফররত ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-সুদানির সঙ্গে বৈঠকের শুরুতে পুতিন বলেন, অনেকে আমার সঙ্গে একমত হবেন যে, এটি মধ্যপ্রাচ্যে মার্কিন নীতির ব্যর্থতার একটি উজ্জ্বল উদাহরণ।

বিজ্ঞাপন

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সমঝোতাকে একচেটিয়া করার চেষ্টা করেছে, কিন্তু দুঃখজনকভাবে উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে এমন সমঝোতা ইচ্ছাই তাদের নেই। বরং, বিপরীতে এই কাজে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রয়োগ করার চেষ্টা করেছে।

একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পরিকল্পনাকারী জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাবগুলো উপেক্ষা করে মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি জনগণের গুরুত্বপূর্ণ স্বার্থ বিবেচনায় নিতে ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করে পুতিন বলেন।

সারাবাংলা/আইই

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর