Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে বাস চাপায় নিহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৩ ১১:৩২

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে বাস চাপায় নারীসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার চেলেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের মধ্যে চার গার্মেন্টসকর্মী। তারা হলেন- চুরখাইয়ের লিটন (২৮), ত্রিশালের জেসমিন আক্তার (২৫), নওপাড়ার সিরাজুল ইসলাম (২৮) ও সোহেল মিয়া (২৮)। এছাড়া আরও এক পুরুষ ও এক নারী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, আজ সকালে শেরপুর থেকে ঢাকাগামী এস এস ট্রাভেলসের একটি বাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাটে পৌঁছলে চাকা পাংচার হয়। এ সময় বাসটি সড়কের পাশে দাঁড় করিয়ে মেরামত করা হচ্ছিল। তখন গার্মেন্টসকর্মীরা ওই বাস থেকে নেমে অন্য বাসের জন্য অপেক্ষা করছিলেন। এরই মধ্যে বাসের কয়েকজন যাত্রী আরেকটি বাসকে সিগনাল দিয়ে দাঁড় করান। এ সময় রাসেল গার্মেন্টসের একটি বাস এসে দাঁড়িয়ে থাকা যাত্রী ও বাসের মধ্যে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন ও ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও একজন মারা যান। পরে  চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।

ত্রিশাল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সাদেকুর রহমান জানান, আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের সবার পরিচয় এখনও জানা যায়নি।

সারাবাংলা/ইআ

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর