Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মরক্কোর নতুন রাষ্ট্রদূত হারুন আল রশিদ

স্টাফ করেসপেন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৩ ১১:৫৭

ঢাকা: মরক্কোতে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মোহাম্মদ হারুন আল রশিদকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি এই পদে রাষ্ট্রদূত মোহাম্মদ শাহদাত হোসেনের স্থলাভিষিক্ত হবেন। বুধবার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেসি বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

মোহাম্মদ হারুন আল রশিদ গোটা কর্মজীবনই একজন কূটনীতিকের। তিনি ২০তম ব্যাচের বিসিএস (পররাষ্ট্র বিষয়ক) ক্যাডার। ২০০১ সালে চাকরিতে যোগদান করেন তিনি। বর্তমানে অটোয়াতে বাংলাদেশ হাইকমিশনে মিনিস্টার এবং ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

তার কূটনৈতিক কর্মজীবনে তিনি রোম, কায়রো, মেক্সিকো সিটি এবং মাদ্রিদে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। অটোয়ায় বাংলাদেশ মিশনে যোগদানের আগে তিনি মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোম্যাসি উইং-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ফেনীর বাসিন্দা মোহাম্মদ হারুন আল রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক করেছেন। এছাড়াও তিনি দেশ-বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কোর্সে অংশ নেন।

সারাবাংলা/আইই

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর