Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ডাকাতের মতো দরজা ভেঙে এ্যানীকে গ্রেফতার করা হয়েছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৩ ১৩:০৪

ঢাকা: ডাকাতের মতো দরজা ভেঙে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা অত্যন্ত ক্ষোভের সঙ্গে আপনদের জানাতে চাই, গত রাত আড়াইটার দিকে আমাদের প্রচার সম্পাদক, মিডিয়া সেলের সদস্য সচিব, সাবেক এমপি এবং নব্বয়ের গণঅভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীকে তার বাড়িতে একেবারে ডাকাত যেভাবে পড়ে সেভাবে দরজা-টরজা ভেঙে তাকে গ্রেফতার করেছে।’

‘গ্রেফতার করার পর তারা (পুলিশ) বলেছে যে, মামলার আসামি। ঠিক আছে, মামলা থাকলে তো তাকে অন্যভাবেও নেওয়া যায়, গ্রেফতার করা যায়। যে পদ্ধতিতে, যে ভঙ্গিতে এ্যানীকে গ্রেফতার করা হয়েছে, এতে এটাই প্রমাণ করে- এই সরকার আগের মতোই.. এখনও নির্বাচনের সিডিউলই ঘোষণা হয়নি,তার আগেই বিরোধী দলের, বিশেষ করে বিএনপির অ্যাক্টিভ নেতা যারা আছেন, তাদেরকে গ্রেফতার করে, মিথ্যা মামলা দিয়ে একতরফা নির্বাচন করার দিকে ভালোবাবে এগিয়ে যাচ্ছে’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গ্রেফতারের নিন্দা এবং অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, ‘আমাদের আরও অনেক নেতা আছে, যারা জামিনে থাকার পরও, হাইকোর্ট থেকে বারবার জামিন পাওয়ার পরও নতুন করে মামলা দিয়ে জেলগেট থেকে গ্রেফতার করা হচ্ছে, মুক্তি দেওয়া হচ্ছে না।’

এর আগে, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তার ধামন্ডির বাসা থেকে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীকে গ্রেফতার করে পুলিশ।

বিজ্ঞাপন

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন রাত আড়াইটার দিকে গণমাধ্যমকে বলেন, ‘ধানমন্ডির বাসা থেকে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীকে ধরে নিয়ে এসেছে পুলিশ। কী কারণে তাকে ধরা হয়েছে তা এখনও জানতে পারি নি। আমি ধানমন্ডি থানা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। বুধবার (১১ অক্টোবর) তাকে কোর্টে চালান দেবে। তখন আমরা জামিনের আবেদন করব।’

আটক হওয়ার আগে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী মোবাইল ফোনে গণমাধ্যমকে বলেন, ‘পুলিশ দরজায় লাথি মারছে, হুমকি দিচ্ছে, দরজা না খুললে দরজা ভেঙ্গে ঢুকে গুলি করবে। আমি সব মামলায় জামিনে আছি। তারপরও তারা বেআইনিভাবে আমাকে তুলে নেওয়ার চেষ্টা করছে।’

সারাবাংলা/এজেড/ইআ

এ্যানী টপ নিউজ বিএনপি

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর